ববি রানী রায়,স্টাফ রিপোর্টার:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুরে র্যালী ও সমাবেশ করেছে।
আজ দুপুরে শেরপুর সদরের যোগিনীমুরায় ফসিহ্ উল্ উলুম দাখিল মাদরাসা থেকে র্যালী বের করা হয়। র্যালীশেষে সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সবুজ আন্দোলন শেরপুর জেলার সদস্য সচিব, কেন্দ্রীয় নারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: নূরে আলম সিদ্দীক, সবুজ আন্দোলন শেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নাঈম ইসলাম ও রবিউল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় ছাত্র পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল আওয়াল পাপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।