ববি রানী রায়
স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের জনৈক জিন্নত আলীর মৎস্য খামার থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মোঃ মোস্তাকিন (৩২) নামে এক মাদক সেবী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
মোস্তাকিন শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার জনৈক মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার বাসিন্দা মোস্তাকিন তার মাকে নিয়ে সদর উপজেলার নামা শেরীরচর গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাকিন প্রায় মাদক সেবন করে থাকতো। শুক্রবার সে রাতে বাসায় ফেরেনি। পরদিন শনিবার সকালে জিন্নত আলী মৎস্য খামারে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই মাদকসেবী যুবকের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।