শেরপুরে একটিতে স্বতন্ত্র অন্য দুটিতে নৌকা
- আপডেট সময় : ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
ববি রানী রায়
স্টাফ রিপোর্টার:
তিনটি আসন নিয়ে শেরপুর জেলা গঠিত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর দুটি আসনে নতুন মুখ ও একটিতে পুরোনো মুখ ওঠে এসেছে।
রবিবার (৭ জানুয়ারি) রাতে প্রিসাইডিং অফিসারদের দেওয়া হিসাবে এ ফল পাওয়া যায়।
শেরপুর-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রর ট্রাক মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
১ আসনে আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন মোট ১লাখ ৩৬ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আতিকুর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৪টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৩। তবে মুকুসদপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
২ আসনে অনুযায়ী মতিয়া চৌধুরী পেয়েছেন মোট ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ (ঈগল) পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৪টি। সবকটি আসনের ফলাফল দেওয়া হয়েছে।
৩ আসনে অনুযায়ী এডিএম শহিদুল ইসলাম পেয়েছেন মোট ১লাখ ২ হাজার ৪শ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহ ওয়ারেজ নাঈম ট্রাক প্রতিকে পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২৬টি। সবকটি আসনের ফলাফল দেওয়া হয়েছে।
ভোটকে সুষ্ঠু করতে জেলায় ৪৮জন র্যাব, ১৬০জন সেনাবাহিনী, ১শ বিজিবি, ১১শ ৭৯জন পুলিশ ও ৫হাজার ১৫৭জন আনসার নিয়োজিত ছিলেন। এ ছাড়াও ২০ জন বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেছেন।