ববি রানী রায়
স্টাফ রিপোর্টার:
শেরপুর সদর উপজেলায় চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মিম আক্তার (১৩)। তিনি শেরপুর জেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে শেরপুর শহর থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিল মিম। পথিমধ্যে তার ওড়না অসাবধানতাবশত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।