ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভালুকায় বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন Logo খুলনা বিভাগের জুলাই-আগস্ট শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান Logo কটিয়াদীতে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo কুয়েত সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধির বাতিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বীতল ভবন নির্মানের জন‍‍্য পরিদর্শন Logo জাফলংয়ে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন Logo কালিয়াকৈরে ফুটবল খেলায় অতিথি না করায় আয়োজক কমিটির উপর হামলার প্রতিবাদে গ্রাম বাসীর বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo বিরামপুরে মুক্তমঞ্চ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক Logo কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়ার লিফলেট বিতরণ Logo শেরপুর ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ এক মাদক কারবারি গ্রেফতার Logo সোনালী লাইফের ওমরাহ ও ট্রেনিং কর্মশালা

লক্ষীপুরে ত্রান বিতরনে বৈষম্য,লিস্টে নাম নেই তাই ত্রান পাচ্ছেনা বৃদ্ধ ফয়েজ

মো:আবদুল লতিফ,লক্ষীপুর প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

 

মো:আবদুল লতিফ,লক্ষীপুর প্রতিনিধি :-

‘লিস্টে নাম নাই, অথচ প্রতিদিনই প্রচুর
ত্রাণ আসছে, কিন্তু আমরা পাই না।’ ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া জানালেন লক্ষীপুরের মান্দারী এলাকার পানিবন্দী ফয়েজ আহমদ (৭০)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড যাদৈয়া গ্রামে।একইভাবে অনুযোগ জানালেন একই গ্রামের হাজী বাড়ির বিলকিস বেগম। তিনি বলেন, আমরা চাইলে বলে নাম নাই। কিন্তু নৌকা আর ভেলায় করে এখানে বাড়ির সামনে প্রতিদিনই কয়েকবার ত্রাণ আসে। পাশের বাড়ির আমেনা খাতুনও বলেন একই কথা। তিনি বলেন, যারাই ত্রাণ নিয়ে আসেন তাদের ত্রাণগুলো এলাকার দুই তিনটা ছেলে তাদের নিজেদের কয়েকজনকে বারবার দিয়ে দেয়।জানা গেছে, এই এলাকার ৫০ টি পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষ গত ১৫ দিন থেকে পানিবন্দী। প্রত্যেকের ঘরে পানি। বাড়ির উঠোন আর সড়কে কোমর সমান পানি। বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। একারণে নিত্য প্রয়োজনে বাজারেও যাওয়া অনেকটা দুঃসাধ্য।জানা যায়, এ কয়েকদিনে ঠিকমত পেটে আহার জোটেনি তাদের। তাই ত্রাণ পেতে হাহাকার এসব মানুষের। ত্রাণের নৌকা দেখলেই হুড়মুড় করে এরা নৌকার কাছে চলে আসে। আসলেও ত্রাণ পায় না। খালি হাতে ফিরে যায় তারা। হতাশ হয়ে তারা তাকিয়ে থাকে। যদি ফের কোনো ত্রাণের নৌকা আসে।জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া এবং মোহাম্মদ নগর গ্রাম দুটি ঘুরে চরম মানবিক বিপর্যয় লক্ষ্য করা গেছে। গ্রামের কোথাও পানি ব্যতীত মাটির চিহ্ন লক্ষ্য করা যায়নি। যাদৈয়া গ্রামের পশ্চিম অংশ চিত্র ছিল একেবারে ভয়াবহ। সড়কের ওপর কোমর পানি, কোনো কোনো বাড়ির ভেতরে বুক সমান পানি ছিল। এমন কোনো ঘর দেখা যায়নি, যেটাতে পানি ঢুকেনি। প্রতিটি ঘরে কম-বেশি পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। অনেকে চুরি হওয়ার ভয়ে আশ্রয় কেন্দ্রে যায়নি। বেশিরভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছেন।এসব গ্রামের বাসিন্দারা বলেন, সড়ক যোগাযোগ ভালো না। রাস্তা দিয়ে ভেলা বা নৌকা চালাতে হয়। পানির উচ্চতা বেশি হওয়ায় চাইলেই বের হওয়া যায় না৷ এলাকার দোকানগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় না। প্রয়োজন পড়লেও কিছু ক্রয় করতে পারি না।জেলা প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুরে ৭ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩০ হাজার মানুষ। বন্যা দূর্গত এলাকার বাসিন্দাদের জন্য ৭০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৫০৯ মেট্রিক টন চাল ও ১৬ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়।জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বন্যা কবলিত এলাকায় এই বরাদ্ধ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৩০ লাখ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে। তবে সমন্বয়হীনতার অভাবে অনেক জায়গায় সুষ্ঠভাবে ত্রাণ বিতরণ সম্ভব হচ্ছেনা। তাই স্বেচ্ছাসেবী গ্রুপগুলোকে সমন্বয় করার জন্য আহবান জানানো হয়েছে।
তবে চট্টগ্রাম থেকে আসা এমইএস কলেজের একটি স্বেচ্ছা ত্রাণ টিমেয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আসলে এখন শুকনা খাবারে হয়না মানুষের। তাদের দরকার রান্না করা খাবার। আমরা চেষ্টা করছি দুই রকমখাবারই সরবরাহ দিতে।

ট্যাগস :
Translate »

লক্ষীপুরে ত্রান বিতরনে বৈষম্য,লিস্টে নাম নেই তাই ত্রান পাচ্ছেনা বৃদ্ধ ফয়েজ

আপডেট সময় : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

 

মো:আবদুল লতিফ,লক্ষীপুর প্রতিনিধি :-

‘লিস্টে নাম নাই, অথচ প্রতিদিনই প্রচুর
ত্রাণ আসছে, কিন্তু আমরা পাই না।’ ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া জানালেন লক্ষীপুরের মান্দারী এলাকার পানিবন্দী ফয়েজ আহমদ (৭০)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড যাদৈয়া গ্রামে।একইভাবে অনুযোগ জানালেন একই গ্রামের হাজী বাড়ির বিলকিস বেগম। তিনি বলেন, আমরা চাইলে বলে নাম নাই। কিন্তু নৌকা আর ভেলায় করে এখানে বাড়ির সামনে প্রতিদিনই কয়েকবার ত্রাণ আসে। পাশের বাড়ির আমেনা খাতুনও বলেন একই কথা। তিনি বলেন, যারাই ত্রাণ নিয়ে আসেন তাদের ত্রাণগুলো এলাকার দুই তিনটা ছেলে তাদের নিজেদের কয়েকজনকে বারবার দিয়ে দেয়।জানা গেছে, এই এলাকার ৫০ টি পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষ গত ১৫ দিন থেকে পানিবন্দী। প্রত্যেকের ঘরে পানি। বাড়ির উঠোন আর সড়কে কোমর সমান পানি। বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। একারণে নিত্য প্রয়োজনে বাজারেও যাওয়া অনেকটা দুঃসাধ্য।জানা যায়, এ কয়েকদিনে ঠিকমত পেটে আহার জোটেনি তাদের। তাই ত্রাণ পেতে হাহাকার এসব মানুষের। ত্রাণের নৌকা দেখলেই হুড়মুড় করে এরা নৌকার কাছে চলে আসে। আসলেও ত্রাণ পায় না। খালি হাতে ফিরে যায় তারা। হতাশ হয়ে তারা তাকিয়ে থাকে। যদি ফের কোনো ত্রাণের নৌকা আসে।জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া এবং মোহাম্মদ নগর গ্রাম দুটি ঘুরে চরম মানবিক বিপর্যয় লক্ষ্য করা গেছে। গ্রামের কোথাও পানি ব্যতীত মাটির চিহ্ন লক্ষ্য করা যায়নি। যাদৈয়া গ্রামের পশ্চিম অংশ চিত্র ছিল একেবারে ভয়াবহ। সড়কের ওপর কোমর পানি, কোনো কোনো বাড়ির ভেতরে বুক সমান পানি ছিল। এমন কোনো ঘর দেখা যায়নি, যেটাতে পানি ঢুকেনি। প্রতিটি ঘরে কম-বেশি পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। অনেকে চুরি হওয়ার ভয়ে আশ্রয় কেন্দ্রে যায়নি। বেশিরভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছেন।এসব গ্রামের বাসিন্দারা বলেন, সড়ক যোগাযোগ ভালো না। রাস্তা দিয়ে ভেলা বা নৌকা চালাতে হয়। পানির উচ্চতা বেশি হওয়ায় চাইলেই বের হওয়া যায় না৷ এলাকার দোকানগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় না। প্রয়োজন পড়লেও কিছু ক্রয় করতে পারি না।জেলা প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুরে ৭ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩০ হাজার মানুষ। বন্যা দূর্গত এলাকার বাসিন্দাদের জন্য ৭০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৫০৯ মেট্রিক টন চাল ও ১৬ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়।জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বন্যা কবলিত এলাকায় এই বরাদ্ধ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৩০ লাখ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে। তবে সমন্বয়হীনতার অভাবে অনেক জায়গায় সুষ্ঠভাবে ত্রাণ বিতরণ সম্ভব হচ্ছেনা। তাই স্বেচ্ছাসেবী গ্রুপগুলোকে সমন্বয় করার জন্য আহবান জানানো হয়েছে।
তবে চট্টগ্রাম থেকে আসা এমইএস কলেজের একটি স্বেচ্ছা ত্রাণ টিমেয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আসলে এখন শুকনা খাবারে হয়না মানুষের। তাদের দরকার রান্না করা খাবার। আমরা চেষ্টা করছি দুই রকমখাবারই সরবরাহ দিতে।