মো:আবদুল লতিফ,লক্ষীপুর প্রতিনিধি:-
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের পশ্চিম সাগর্দী গ্রামের মানবসেবা সংঘ নামে একটি অরাজনৈতিক,সামাজিক ও সেবামূলক সংগঠনের একদল তরুন স্বেচ্ছাসেবক বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে। সংগঠনটির আত্ন প্রকাশ ঘটেছে ১৯৯৩ সালে।মানবসেবার ব্রত নিয়ে কয়েকজন উদ্যোগী তরুন মানবিক যুবক এলাকার গরীব,অসহায়,বিধবা ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে ও দু:খী মানুষের সুখে-দু:খে,বিপদে-আপদে সর্বদা মানুষের পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষের সেবা করার লক্ষ্যে গঠিত এ সংগঠনটি আজ তাদের গন্ডি ফেরিয়ে এগিয়ে গেছে বহুদুর।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১.মাওলানা আবদুল আহাদ ২.মাওলানা একেএম আবদুল করিম ছিদ্দিকী ৩. আলতাফ হোসেন মুন্সী ৪.মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলীল ৫.মো: নিজাম উদ্দিনপ্রমুখ। সংগঠনের কার্যকরী কমিটিতে রয়েছেন-১.জাহাঙ্গীর আলম(সভাপতি) ২.নাসির উদ্দিন বাদশা(সেক্রেটারি) ৩ মাওলানা আবদুর রহমান(সহ:সম্পাদক) ৪.ইঞ্জিনিয়ার ফারুক(সাংগঠনিক সম্পাদক) ৫.সেলিম কাসিদ(সাংগঠনিক সম্পাদক) ৬.স্বপন মুন্সী (সাংগঠনিক সম্পাদক) প্রমুখ। স্বেচ্ছাসেবক দলের সদস্যরা হলেন-১.শাহ আলম ঢালী ২.নাসির উদ্দিন কাকন ৩.দেলোয়ার হোসেন ঢালী ৪.ফরিদ দেওয়ান ৫.ইমাম হোসেন রাকিব ৬.ফয়সাল মুন্সী ৭.বাহার হোসেন ৮.আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
এলাকার যে কোন দুর্যোগ ও বিপদে-আপদে সর্বদা ওই যুবকেরা সবাই একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে।ইতিপূর্বে এমন মানবিক কাজের জন্য তারা বিভিন্ন প্রটিষ্ঠান এবং বিভিন মহল থেকে প্রশংসিত হয়েছে।এবারের ভয়াবহ আকস্মিক বন্যায় লক্ষীপুর জেলার ৯০ ভাগ এলাকা তলিয়ে গেছে।বন্যার সেই করাল গ্রাস থেকে রেহাই পায়নি পশ্চিম সাগর্দীর এই নিচু এলাকাটিও।আর সেই এলাকার বন্যাকবলিত, পানিবন্ধি অসহায় মানুষগুলোর জন্য ত্রাতা হিসেবে আবির্ভুত হয়েছে এলাকার পূর্ব প্রশংসিত সেই যুবসমাজ।
দীর্ঘ ১৫ দিন যাবত কোথাও কোমর পানি,কোথাও হাটু পানি মাড়িয়ে যুবকের দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পানিবন্ধি প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে সরাসরি উপস্থিত হয়ে ত্রান সামগ্রী হিসেবে শুকনো খাবারের পাশাপাশি রান্না খাবার এবং প্রত্যেকটি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় খাবার যেমন-চাল,ডাল,তেল,পেয়াজ, রসুন,চিনি,লবন,আদা-মসলা ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে।শুধু তাই নয়,এলাকার গরীব অসহায় কোন কণ্যাদায়গ্রস্থ পিতা-মাতার মেয়ের বিয়ে-শাদীতেও স্থানীয় ওই যুবসমাজ সহায়তার হাত বাড়িয়ে দেয়।এমনকি কোন গরীব, অসহায় লোকের মৃত্যু হলে তার দাফন-কাফন সহ সার্বিক সহযোগিতায় এগিয় আসতে দেখা গেছে এ সকল মানবিক যুবসমাজকে।
তা ছাড়া উক্ত সংগঠনটির উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- কুরান শিক্ষা কার্যক্রম, এতিম ও অসহায় শিশুদেরকে সাহায্য সহযোগিতা করা,বৃক্ষ রোপন কর্মসূচি, গরীব ও মাধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান,রমজানের ঈদে অস্বচ্ছল,নিরীহ ও অসহায় গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন,কোরবানির ঈদে গরীব,মিসকিন ও অসহায় মানুষের মাঝে গোস্ত বন্টন সহ নানাবিধ সেবামূলক কাজ।
এ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় মানবিক মানুষ নিজাম উদ্দিন বলেন,আমরা যে সংস্থাটির মাধমে কাজ করি সেই সংস্থাটির নামই হচ্ছে মানব সেবা সংঘ।আমাদের সংস্থার নামকরনের সার্থকতা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট। আমরা আশা করছি আমাদের মানব সেবা সংঘ সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাবে।আপনারা আমাদের জন্য দোয়া ও সহযোগিতা করবেন।সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো বহুদুর।ইনশাআল্লাহ।