মো:আবদুল লতিফ,লক্ষীপুর জেলা প্রতিনিধি :-
লক্ষ্মীপুরের রায়পুরে মীরগঞ্জ রোডে অবস্থিত মাদ্রাসা-ই ফারুকিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ইসরাফিলের বিরুদ্ধে রায়পুর আলিয়া মাদ্রাসার চতুর্থ জামায়েতের এতিম ছাত্র মেহরাজকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে ফারুকিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে, বাবা-মা হারানো মেহরাজ ছোটবেলা থেকেই মামার কাছে বড় হয়েছে। ফারুকিয়া মাদ্রাসার পাশেই তার মামার বাড়ি। ঘটনার দিন খেলাধুলার একপর্যায়ে গোসলকে কেন্দ্র করে ফারুকিয়া মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে মাদ্রাসার শিক্ষক ইসরাফিল এসে মেহরাজকে বেত দিয়ে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করেন।
পরে স্থানীয়রা ক্ষতবিক্ষত মেহরাজকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে নিয়ে যায় ।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।