মো: আবদুল লতিফ,লক্ষীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির মালি বাড়ি এলাকায় পানিবন্ধি ২ শতাধিক পরিবার। দীর্ঘ ৫ দিন ওই এলাকায় হাটু পরিমান পানি। এলাকার ২ শতাধিক পানিবন্ধি মানুষ সহ রিক্সা চালক আবুল বাশার তার স্ত্রী সন্তান নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। হাটু ও কোমর পানির ভিতরেও ত্রাণের প্যাকেট নিয়ে আবুল বাশারসহ প্রায় ২ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ আলম। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ করা খাদ্য সামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে আবুল বাশার বলেন, মাসুদ সাহেব আমাদের গর্ব। এবার বন্যায় এ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। জনসাধারণের জন্য এমন দরদী হয়ে আর কেউ আসেনাই।
শনিবার (২৪ আগস্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নে অস্থায়ী আশ্রয় কেন্দ্র কাদের একাডেমি, রোকেয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাশপাশের এলাকায় সেবা মূলক কার্যক্রম চালায় মাসুদ আলম ও তার নিজস্ব ফাউন্ডেশন।তা ছাড়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে চাল,আলুও মশুর ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন ৬ নং কেরোয়া ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
জানা যায়, রায়পুরের কেরোয়া ইউপির মোল্লারহাট, জোড়পুল, মালিবাড়ি, কয়ালবাড়িসহ আশপাশের এলাকাগুলো পানির নিচে রয়েছে দীর্ঘ পাঁচদিন যাবৎ। চাল নেই, চুলো নেই এমন পরিস্থিতিতে পানিবন্ধি রয়েছেন সাগর্দী,বামনি, কেরোয়া, চরবংশী, চর আবাবিল,রাখালিয়া,চর মোহনা,খাসের হাট সহ পুরো উপজেলার প্রায় ৫০ হাজার পরিবার।
এমন পরিস্থিতিতে নিজস্ব ফাউন্ডেশনের তত্বাবধানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে হাইটেক কনসেপ্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ও মোজাম্মেল হক স্মৃতি সংসদের সদস্য সচিব মনিরুল হক সোহাগ বলেন, মানুষজন খুবই কষ্টে আছেন। আমরা নিজ এলাকায় নিয়মিত কার্যক্রমের আওতায় এবার চলমান বন্যা পরিস্থিতিতে সাধ্য মতো কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের জনপদের মানুষেদের জন্য আমরা সব সময় সেবা দিতে প্রস্তুত আছি।