রাসুল (সাঃ.) এর শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি:
সিলেটের জাফলংয়ে রাসুল (সাঃ.) এর শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাসুলের দুশমনেরা হুশিয়ার সাবধান”
বিশ্ব নবীর অপমান,সইবে না রে মুসলমান।
বি,জে,পি নেতার দুই গালে,জুতা মারো তালে তালে।
এই স্লোগানটি কে সামনে রেখে সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদ ও ভারতের হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার শাস্তির দাবিতে জাফলং বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বাদ জহুর নামাজের পর ‘আয়োজক আল ফয়জে ছাত্র পরিষদের ব্যানারে জাফলং ফয়জে আম ইসলামিয়া মাদ্রাসা থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভকারী শিক্ষার্থী ও তৌহিদি জনতা আল ফয়জে ছাত্র পরিষদের মিছিলে‘
সবাই মিলাই হাতে হাত,মোরা রাসুলের উম্মাত।
বিশ্ব নবী আমার প্রান,তাইতো আমি মুসলমান।
বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান।
তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:)। সহ বিভিন্ন স্লোগান দেন,মিছিল টি জাফলং বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জাফলং ব্রিজে এসে সমাবেশ করে। জাফলং খাদিমুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কাওসার সঞ্চালনায় ও জাফলং মাদ্রাসার মুহতামিম
মাওলানা সাইদুর রহমান সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,মোকাম বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম নবী নূর,জাফলং মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নুরুল আমিন, জাফলং মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা রিয়াজ উদ্দিন, জাফলং মাদ্রাসার শিক্ষক মাওলানা শাকিল আহমদ, মোহাম্মদ পুর আল মদিনা মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসেন,
সমাবেশে বিভিন্ন অঙ্গনের বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না।
ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা। বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা বলেন, ‘ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা আরো বলেন, আমরা তাদের শাস্তির দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। মিছিল ও বক্তব্যের শেষে জাফলং মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইদুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্হিতি ছিলেন মায়ার বাধন ইসলামি যুব সংঘের সভাপতি বকুল আহমেদ,
আলম নগর তাহিরিকে মিল্লাত ইসলামি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক, আবুল বাশার, হাফিজ সাব্বির আহমদ। হাফিজ শাহ আলম সাইফ। হাজি লুৎফুর রহমান,মোহাম্মদ শামিম আহমদ,মোহাম্মদ তামিম আহমদ,মোহাম্মদ সাইম সহ আরো তৌহিদি জনতা।