ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রায়পুরে মূখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাংচুর Logo রায়পুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ Logo শেরপুরে জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে Logo বিরামপুরে সদ্য আবাদকৃত ধানের জমিতে কয়লা ভর্তি ট্রাক  Logo বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত  Logo বিরামপুর নির্বাচন অফিসে সেবা না পেয়ে চলে যান সেবা গ্রহীতারা Logo মানবিক সাহায্যের আবেদন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? Logo শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু Logo চট্টগ্রাম বোয়াল খালিতে আগুনে পুড়ল বসতঘরসহ ৬ ছাগল ও হাসঁ-মুরগী Logo সখিপুরে ২৫ পিচ ই’য়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়পুরে মূখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাংচুর

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০৮:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :-

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রী শ্রী মহামায়া মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা ভেঙ্গে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার, সেনাবাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। তবে এখনো অভিযুক্ত যুবককে আটক করা সম্ভব হয়নি।

মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী বলেন, ‘আমি একটি পূজার জন্য কিছুক্ষণ বাইরে ছিলাম। ফিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এতদিন রায়পুরে এমন ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজে একজন যুবককে ভাঙচুর করতে দেখা গেলেও আমি তাকে শনাক্ত করতে পারিনি। পুলিশ ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে।’

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার জানান, ‘সেবায়েত আমাদের জানিয়েছেন যে এক যুবক মুখে রুমাল বেঁধে প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনাটি দুঃখজনক। আমরা অপরাধীকে দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।’

রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা দুঃখজনক। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ট্যাগস :
Translate »

রায়পুরে মূখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাংচুর

আপডেট সময় : ০৮:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :-

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রী শ্রী মহামায়া মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা ভেঙ্গে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার, সেনাবাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। তবে এখনো অভিযুক্ত যুবককে আটক করা সম্ভব হয়নি।

মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী বলেন, ‘আমি একটি পূজার জন্য কিছুক্ষণ বাইরে ছিলাম। ফিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এতদিন রায়পুরে এমন ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজে একজন যুবককে ভাঙচুর করতে দেখা গেলেও আমি তাকে শনাক্ত করতে পারিনি। পুলিশ ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে।’

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার জানান, ‘সেবায়েত আমাদের জানিয়েছেন যে এক যুবক মুখে রুমাল বেঁধে প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনাটি দুঃখজনক। আমরা অপরাধীকে দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।’

রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা দুঃখজনক। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।