রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবিনা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর চারধাট উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল পরিচালক বলেন, রুবিনা তিনদিনের জ্বর নিয়ে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ১১০ জন। এদের মধ্যে চার হাজার ৯৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন ১০৮ জন।