রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অসীমা পাত্রর জন্ম দিবস পালিত হলো, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা
- আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
বেবি চক্রবর্ত্তী: হুগলী :- রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হুগলী-শ্রীরামপুর সাংঘঠনিক জেলার চেয়ারম্যান তথা ধনেখালি বিধানসভার বিধায়ক মাননীয়া অসীমা পাত্র মহাশয়ার ৫৭ তম জন্ম দিবস পালিত হলো মহা সারম্বরে। আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাঁসো ভবনে কেক কেটে এই জন্মদিন পালন হয়। অসীমা পত্রর জন্ম দিবসে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পত্র পাঠায়। অসীমা পাত্রর জন্মদিনে উপস্থিত ছিল INTTUC- র জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানষ মজুমদার, হুগলি শ্রীরামপুর সংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান শিল্পী চ্যাটার্জী,জেলা পরিষদের সদস্যা রুনা খাতুন,বাংলার হৃদয় মমতা-অভিষেক সোশ্যাল মিডিয়ার রাজ্য ও হুগলীর কো-অর্ডিনেটর অভিষেক গুপ্তা, সোশ্যাল মিডিয়ার চুঁচুড়া বিধানসভা ও হুগলীর সভাপতি অরুন দে সহ সকল কর্মীরা উপস্থিত ছিলো, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।