ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্রগ্রাম বোয়াল খালিতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য ও সম্প্রীতি সমাবেশ Logo কালিয়াকৈরে ইলেকট্রিক কমিটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ নাজমুল আলম ও সাধারন সম্পাদক কেরামত আলী  Logo লক্ষীপুরের রায়পুরে একদল তরুন স্বেচ্ছাসেবক বন্যাকবলিত ২শতাধিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে Logo শ্রীমঙ্গলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে অব্যহতি Logo কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদ এর ২০২৪-২৫ সালের কার্যকরি কমিটি গঠন! Logo শেরপুরে জেলায় একটি মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার Logo সিমেক ফাউন্ডেশন এর ত্রান বিতরন কর্মসূচী- ২০২৪ Logo বামনডাঙ্গা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ। Logo বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন কার্যকরী সভাপতি জনাব আব্দুর রহিম বকস দুদু কে ভারপ্রাপ্ত সভাপতি,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন Logo কেস স্টাডি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ ( শ্রেণীতে অমনোযোগীর কারণ অনুসন্ধান)

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর হামলা, ভুক্তভোগী পরিবার’র থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মহানগরীরতে ফিল্মি কায়দায় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি মো শরিফ(৪৫)কে সন্ত্রাসীরা হামলা অতঃপর ভুক্তভোগী পরিবার’র থানায় সোপর্দের অভিযোগ উঠেছে।  

গত (৩রা জুন) মতিহার থানায় এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী মোসা: বুলবুলি (৪৫)। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ বুলবুলি (৪৫) এর স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন যাবত পাবনার মানসিক হাসপাতালের ডাক্তার মামুন এর অধীনে চিকিৎসারত  আছেন এবং নিয়মিত ঔষধ খেয়ে থাকেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন শরিফ মাঝে মধ্যেই মাথায় সমস্যা তৈরি হয় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।  

গত ১লা জুন সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মতিহার থানাধীন চোদ্দপায় মোড়ে ১নং বিবাদীর সাথে আমার ভারসাম্যহীন স্বামী  গল্প করা কালীন  ১নং বিবাদী তার সাথে ইয়ার্কি-ফাজলামি করে একপর্যায়ে আমার স্বামীকে নানা মূখী উত্তেজিত করে। পরে আমার স্বামী রাস্তায় পড়ে থাকা ইটের ছোট্ট টুকরো দিয়ে ১নং ব্যাক্তিকে মাথায় আঘাত করেন। কেননা আগেই বলা হয়েছে মোঃ শরিফ একজন মানসিক ভারসাম্যহীন। তারপরে ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মাথা কিছুটা ঠান্ডা হলে মানে (সে হুসে ফিরে) এলে ১নং বিবাদীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে বিবাদীগন কিছুটা সুস্থ হলে আমার স্বামীর ওপর রাগ করে শরিফ এর নামে নগরীর মতিহার থানা গত ২ জুন অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ দায়ের করার পর বিবাদী মোঃ আহাসান, মোঃ  টিটু,সাঈদসহ  অঙ্গাত নামা  ৩/৪ জন মিলে ওই ভারসাম্যহীন শরিফ এর বাসায় রাত্রি ৯.১০ মিনিট এর সময় ছদ্মবেশে বাসায় প্রবেশ করেন। পরে বাসায় প্রবেশ করার পর আমার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচারণ করেন এবং আমার স্বামী শরিফ কে বাসা থেকে তুলে নিয়ে যেতে চাই। তখন আমি মোসাঃ বুলবুলি তাদের কে বাধা দিলে বিবাদীরা আমাকেও লাঠি মেরে ফেলে দেয়  এবং আমি উড়ে গিয়ে ঘরের দরজার সাথে পড়ে যায়। তখন আমার ছেলের বউ মরিয়ম (২২) ঠিক একই ভাবে বাধা দিতে গেলে তাকেও গুরুতর খাম জখম করেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও বিবাদীগন তাদের বাসা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন জ্বোর পূর্বক ছিনিয়ে নেই।

প্রত্যক্ষদোষীরা জানান, বিবাদীরা মোঃ শরিফ (মানসিক ভারসাম্যহীন) কে জাহাজঘাট ঈদগাহ ময়দানে দেশীয় অস্ত্র দিয়ে বেধরক আঘাত করেন এবং ঘটনাস্থলে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ১ং বিবাদী আহাসান টানতে টানতে নিয়ে জোরপূর্বক থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন। উক্ত ঘটনার স্বাক্ষী হিসেবে এলাকা বাসী উদ্যত হয়েছেন এবং সরজমিনে যা ঘটনা ঘটেছে তা তুলে ধরেছেন।  

এই বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ এর মুঠোফোনে একাধিক বার ফোন দিলে সে ফোন রিসিভ করে নি। তাই এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসির বক্তব্য পাওয়া যায় নি। 

Translate »

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর হামলা, ভুক্তভোগী পরিবার’র থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মহানগরীরতে ফিল্মি কায়দায় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি মো শরিফ(৪৫)কে সন্ত্রাসীরা হামলা অতঃপর ভুক্তভোগী পরিবার’র থানায় সোপর্দের অভিযোগ উঠেছে।  

গত (৩রা জুন) মতিহার থানায় এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী মোসা: বুলবুলি (৪৫)। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ বুলবুলি (৪৫) এর স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন যাবত পাবনার মানসিক হাসপাতালের ডাক্তার মামুন এর অধীনে চিকিৎসারত  আছেন এবং নিয়মিত ঔষধ খেয়ে থাকেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন শরিফ মাঝে মধ্যেই মাথায় সমস্যা তৈরি হয় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।  

গত ১লা জুন সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মতিহার থানাধীন চোদ্দপায় মোড়ে ১নং বিবাদীর সাথে আমার ভারসাম্যহীন স্বামী  গল্প করা কালীন  ১নং বিবাদী তার সাথে ইয়ার্কি-ফাজলামি করে একপর্যায়ে আমার স্বামীকে নানা মূখী উত্তেজিত করে। পরে আমার স্বামী রাস্তায় পড়ে থাকা ইটের ছোট্ট টুকরো দিয়ে ১নং ব্যাক্তিকে মাথায় আঘাত করেন। কেননা আগেই বলা হয়েছে মোঃ শরিফ একজন মানসিক ভারসাম্যহীন। তারপরে ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মাথা কিছুটা ঠান্ডা হলে মানে (সে হুসে ফিরে) এলে ১নং বিবাদীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে বিবাদীগন কিছুটা সুস্থ হলে আমার স্বামীর ওপর রাগ করে শরিফ এর নামে নগরীর মতিহার থানা গত ২ জুন অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ দায়ের করার পর বিবাদী মোঃ আহাসান, মোঃ  টিটু,সাঈদসহ  অঙ্গাত নামা  ৩/৪ জন মিলে ওই ভারসাম্যহীন শরিফ এর বাসায় রাত্রি ৯.১০ মিনিট এর সময় ছদ্মবেশে বাসায় প্রবেশ করেন। পরে বাসায় প্রবেশ করার পর আমার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচারণ করেন এবং আমার স্বামী শরিফ কে বাসা থেকে তুলে নিয়ে যেতে চাই। তখন আমি মোসাঃ বুলবুলি তাদের কে বাধা দিলে বিবাদীরা আমাকেও লাঠি মেরে ফেলে দেয়  এবং আমি উড়ে গিয়ে ঘরের দরজার সাথে পড়ে যায়। তখন আমার ছেলের বউ মরিয়ম (২২) ঠিক একই ভাবে বাধা দিতে গেলে তাকেও গুরুতর খাম জখম করেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও বিবাদীগন তাদের বাসা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন জ্বোর পূর্বক ছিনিয়ে নেই।

প্রত্যক্ষদোষীরা জানান, বিবাদীরা মোঃ শরিফ (মানসিক ভারসাম্যহীন) কে জাহাজঘাট ঈদগাহ ময়দানে দেশীয় অস্ত্র দিয়ে বেধরক আঘাত করেন এবং ঘটনাস্থলে সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ১ং বিবাদী আহাসান টানতে টানতে নিয়ে জোরপূর্বক থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন। উক্ত ঘটনার স্বাক্ষী হিসেবে এলাকা বাসী উদ্যত হয়েছেন এবং সরজমিনে যা ঘটনা ঘটেছে তা তুলে ধরেছেন।  

এই বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ এর মুঠোফোনে একাধিক বার ফোন দিলে সে ফোন রিসিভ করে নি। তাই এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসির বক্তব্য পাওয়া যায় নি।