সারোয়ার কবির ফাহাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ আর নেতাদের পিছে যাবে না, নেতারা জনগণকে খোঁজে বের করতে হবে বলে মন্তব্য করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, জনগণ এবং রাজনৈতিক নেতা এক কাতারে থাকতে হবে, মানুষ ছাড়া কোন রাজনীতি হবে না।
বৃহস্পতিবার (৬ মার্চ) ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে পাড়া লক্ষীপুর হাফেজিয়া মাদ্রাসায় ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মিলাদ-দোআ ও ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৫ বছর যে জুলম অত্যাচার নির্যাতন হয়েছে সেজন্য আমরা মনে করেছি আমরা মানুষের দুঢগোড়ায় যাব, সেবা করব, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিব এবং এই বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেটটা জরুরি।
দেশের মানুষের ভোটাধিকার নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সমালোচনা করে রোকন বলেন, গত ৪টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরৎ চাই, এর জন্য আপনাদের সহযোগিতা চাই।
গত ১৫ বছরে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ শিখিয়েছে, কিভাবে মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন করতে হয়। আমাদের দল বিএনপি যারা করেন শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী যারা তারা কোন মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না। মনে রাখবেন যারা জুলুম নির্যাতন করে তাদের দুপুরের খাবার না খেয়ে হেলিকপ্টারে উঠতে হয়। জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।
সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন আরও বলেন, ইদানীং দেখবেন অনেক এলাকায় এলাকায় কিছু মানুষ ১৫ বছর ছিলনা এখন বলে আমরা বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন, একটি নতুন নাম পেয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব এখন বৈষম্য হয়ে গেছে। আপনাদের কাজ হচ্ছে এদেরকে চিহ্নিত করা এরা ছাত্রলীগ যুবলীগ এরা অত্যাচারী।
ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা শাহিন, যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, মাহমুদুল হাসান রাসেল, মহসিনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লিগণসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।