মাষ্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষার সাটিফিকেট বিতরণ ও সিলোবাস প্রণয়ন নিয়ে সভা সম্পন্ন
- আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ প্রতিনিধি:
৩১শে মে ২০২৪ ইং শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলা ঐতিহ্যবাহী মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, সিলোবাস প্রণয়ন,২০২৩ সালের বৃওি প্রাপ্তদের সনদপএ বিতরণ ও পরীক্ষা তারিখ নির্ধারণ নিয়ে মাকসৃর হল রুমে সভা অনুষ্ঠিত হয়ছে।
আয়োজিত সভা শুরু হয় কোরআন তেলওয়াতের মাধ্যমে। কোরআন তেলওয়াত করেন মাকসৃর সদস্য ও উওর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মো :রাকিব বিন আহমেদ।
অনুষ্ঠানে মাকসৃর কার্যকারি কমিটির সহ সভাপতি জনাব আজিম উদ্দিন সাহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব মাষ্টার হুমায়ুন কবির।
মাষ্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষা সদস্য সচিব ও মাকসৃর সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মৃতি বৃত্তি পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও দারুল উলুম উসওয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব সোলাইমান চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কলাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সন্দ্বীপ মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার শরফুল আজাদ শিবলু, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সানাউল্লাহ , এসডি আই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুর রহমান রিপন, দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নিজাম উদ্দিন, মাকসৃর সাবেক সভাপতি মাষ্টার রিদওয়ানুল বারী বাহার, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার শফিকুল আলম ও মনির হোসেন, দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জায়নাল আবদিন, সহকারী শিক্ষক মাষ্টার মোশারেফ হোসেন ও মাষ্টার হাবিবুর রহমান, বাউরিয়া গোলাম খালেক একাডেমি সহকারী শিক্ষক মাষ্টার হেলাল উদ্দিন,স্মৃতি বৃত্তি কমিটির সদস্য মাষ্টার শফিকুল আজম,কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাষ্টার কামরুল হাসান নান্টু, মাকসৃর প্রচার সম্পাদক শাহাদাত হোসেন , সাংবাদিক জাহিদুল ইসলাম শিহাব, মাকসৃর সদস্য ও সংগঠক মাশরুল কামিল তকি, মাকসৃর সদস্য ডাক্তার মাহমুদুল হাসান রায়হান, মাকসৃর সদস্য আব্দুর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন মাকসৃর সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ।
বক্তরা বক্তব্যে মাষ্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষার কাঠামো ও বিভিন্ন দিক নিদর্শনা তুলে ধরেন।
সভাপতি তার বক্তব্যে ১ সপ্তাহের মধ্যে স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪ এর সিলোবাস প্রণয়ন সম্পন্ন করতে বলেন।
সর্বশেষ সকলের সমন্বয় সিদ্ধান্তের মাধ্যমে ২৩ শে নভেম্বর ২০২৪ রোজ শনিবার পরীক্ষার তারিখ ঘোষনা করেন।