ময়মনসিংহের ভালুকায় ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মদন থানার কাদের গাজির ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর বালিয়া এলাকার মোস্তফার ছেলে হানিফ (২৯), ভালুকা থানার পুরুড়া গ্রামের নারঙ্গিপাড়া এলাকার হেলালের ছেলে মোশাররফ (৩০)।
এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, (০৮-০৫-২০২৩) তারিখ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশিল এলাকার তালতলা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে।
এই চক্রটি রাতের বেলায় বাসাবাড়ি ও দোকানপাটের তালা কেটে সর্বস্ব লুট করে নিতো।
তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।