মনোমুগ্ধকর পরিবেশ সাবাহ গার্ডেন রিসোর্ট
- আপডেট সময় : ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
রেজাউল করিম হিরা
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
মাঘের শেষে সারা ফাল্গুন জুড়ে পরিবার পরিজন নিয়ে কর্মব্যস্ত মানুষ নাগরিক জীবনে হাপিয়ে উঠে খোঁজেন প্রশান্তির ছোঁয়া। তাই একটু অবসরে দ্রুত প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না। তাদের জন্য ঢাকার অদূরে গাজীপুরের প্রত্যন্ত বাঘের বাজার এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট সাবাহ গার্ডেন,যা ৩৬ বিঘা জমির উপর গড়ে উঠেছে। ২০০৮ সাল থেকে শুরু হওয়া সাবাহ গার্ডেন খুব দ্রুতই ভ্রমন প্রেমীদের নজর কাড়ে।করোনা ভাইরাস এর মতো দুর্ভোগ সময় পার করেও সাবাহ গার্ডেন আজও সকল ভ্রমনপ্রেমীদের মনের মাঝে বিরাজমান। সাবাহ গার্ডেন রিসোর্ট এর প্রতিষ্ঠাতা হাসান উদ্দিন সরকার ( বিশিষ্ট রাজনীতিবিদ ) এর মতে – প্রকৃতির সঙ্গে বিনোদন, বই নিয়ে ব্যস্ত থাকার চিন্তার ফসল এটি। বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বাণী দিয়ে পুরো রিসোর্টটি সাজানো হয়েছে। এটি দেশের একমাত্র রিসোর্ট যেখানে রয়েছে একটি লাইব্রেরি। বিশ্বের বিভিন্ন লেখকের বই রিসোর্টটিকে ভিন্ন রূপ এনে দিয়েছে। এখানে রয়েছে মাটির ও টিনের ঘর। রয়েছে বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি। রয়েছে সৌন্দর্যমণ্ডিত কয়েকটি কটেজ ও ছোট বড় পুকুর। রয়েছে বাঘ, হাতিসহ কয়েকটি প্রাণির প্রতিকৃতিও। বিভিন্ন প্রজাতির ফলদ, ওষুধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সাবাহ গার্ডেন রিসোর্ট। মনকে ফ্রেশ রাখতে ও প্রকৃতির থেক কিছু শিখতে ছোট বড় সবারই একবার হলেও সাবাহ গার্ডেন রিসোর্ট এ ঘুরতে ( ভ্রমন ) করতে আশা প্রয়োজন।