সংবাদ শিরোনাম ::
মজার প্রাইমারি স্কুল

মামুন হাসান:
- আপডেট সময় : ০৩:১৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

কবিতা-১
মজার প্রাইমারি স্কুল….
কামরুন নাহার
সহকারী শিক্ষিকা, পাইথল সরকারি প্রাথমিক বিদ্যালয়
আমরা যারা ক্লাস নিই শিশুদের সাথে
প্রায়শই শেখাতে হয় কলমে ও হাতে!
অ,আ,A,B,C এক, দুই তিন
এ ভাবেতেই কেটে যায় বছর মাস দিন।
যোগ, বিয়োগ, গুন ভাগ
গণিত শেখার ভীতি!
আনন্দে শিখন পাক
খেলার ছলে শিখছে শিশু
বাড়ছে স্কুল গমন প্রীতি।
পড়তে গেলে বিজ্ঞান
হয়না শিশু অজ্ঞান!
মজার পাঠে ওরা মত্ত
আমাদের প্রাইমারি স্কুল
আনন্দের এক রঙীন ফুল..।
কবিতা-২
খুকুর খুশি
খুকুর মনে ইচ্ছে জাগে
গাইবে সুরে গান,
পাখির কন্ঠে মিষ্টি সুরে
আকুল করে প্রাণ।
হলুদ রঙে গায়ের বর্ণ
দেখতে লাগে বেশ,
পাখির সাথে দিন কেটে যায়
খেলা হয় না শেষ।
Translate »