ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

ভালুকা মডেল থানার পুলিশ আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ও ২টি পিকআপ উদ্ধার করে

সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধিঃ ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ১৩ জুন আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে ২ টি পিক -আপ সহ ভালুকা থানার সীডষ্টোর এলাকা থেকে আটক করে।

মামলার এজাহার সৃত্রে জানা যায় গত ০২ জুন আনুমানিক রাত ১১:৫০ ঘটিকা হতে ৩ জুন এর মধ্যেবর্তী যেকোন সময় মোঃ সাইফুল ইসলাম (৫২)ও মোঃ জহিরুল ইসলাম (৩৭)দ্বয়ের দুইটি পিক আপ গাড়ী ভালুকা থানাধীন সীডস্টোর হতে জহিরুল এর বাড়ীর উওর পাশে পার্কিং থেকে অঙ্গাতনামা চোরেরা চুরি করে উক্ত ঘটনায় ভালুকা মডেল থানায় তারা একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১৬, তারিখ ১৩/০৬/২০২৪। মামলা দায়ের এর ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও জনাব আফরোজা নাজনীন ও ভালুকা থানার অফিসার ইনচার্জ, জনাব শাহ কামাল আকন্দ (পিপিএম (বার) এর দিক নির্দেশনায় উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)নিরুপম নাগ (পিপিএম) সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভালুকার সীডস্টোর এলাকা থেকে ১।মোঃখায়রুল (২২)পিতা আঃ কাদির সাং আমতলী (জব্বারের মোড়)থানা, ভালুকা, জেলা ময়মনসিংহ কে আটক করে।
তার দেওয়া তথ্যমতে পুলিশি অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন সীডস্টোর বাসস্ট্যান্ড হইতে তার সহযোগী ২।মোঃ আকরাম বাবু (২৫)পিতা আঃ করিম সাং আমতলী (লবণকোঠা)উভয় থানাঃ ভালুকা,৩/মোঃফারুক (৩০),পিতা আঃরহিম মাতা মনোয়ারা সাং বেলাব থানা পাগলা জেলা ময়মনসিংহ ৪/মোঃশাহিন (৪০)পিতা মৃত সুরুজ আলী সাং দক্ষিণ নবীনগর থানা:শেরপুর জেলা-শেরপুর ৫। রুবেল মিয়া(৩৯) পিতা:আহাদ মিয়া সাং দোগাছি থানা: তারাকান্দা জেলা-ময়মনসিংহকে আটক করে।তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহ হালুয়াঘাট সড়ক থেকে দুটি পিক-আপ উদ্ধার করে।আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।ভালুকা থানা পুলিশের এরুপ সাফল্যের ফলে সাধারণ জনগনের মনে ইতিবাচক সাড়া পড়েছে ।

ট্যাগস :
Translate »

ভালুকা মডেল থানার পুলিশ আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ও ২টি পিকআপ উদ্ধার করে

আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধিঃ ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ১৩ জুন আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে ২ টি পিক -আপ সহ ভালুকা থানার সীডষ্টোর এলাকা থেকে আটক করে।

মামলার এজাহার সৃত্রে জানা যায় গত ০২ জুন আনুমানিক রাত ১১:৫০ ঘটিকা হতে ৩ জুন এর মধ্যেবর্তী যেকোন সময় মোঃ সাইফুল ইসলাম (৫২)ও মোঃ জহিরুল ইসলাম (৩৭)দ্বয়ের দুইটি পিক আপ গাড়ী ভালুকা থানাধীন সীডস্টোর হতে জহিরুল এর বাড়ীর উওর পাশে পার্কিং থেকে অঙ্গাতনামা চোরেরা চুরি করে উক্ত ঘটনায় ভালুকা মডেল থানায় তারা একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১৬, তারিখ ১৩/০৬/২০২৪। মামলা দায়ের এর ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও জনাব আফরোজা নাজনীন ও ভালুকা থানার অফিসার ইনচার্জ, জনাব শাহ কামাল আকন্দ (পিপিএম (বার) এর দিক নির্দেশনায় উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)নিরুপম নাগ (পিপিএম) সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ভালুকার সীডস্টোর এলাকা থেকে ১।মোঃখায়রুল (২২)পিতা আঃ কাদির সাং আমতলী (জব্বারের মোড়)থানা, ভালুকা, জেলা ময়মনসিংহ কে আটক করে।
তার দেওয়া তথ্যমতে পুলিশি অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন সীডস্টোর বাসস্ট্যান্ড হইতে তার সহযোগী ২।মোঃ আকরাম বাবু (২৫)পিতা আঃ করিম সাং আমতলী (লবণকোঠা)উভয় থানাঃ ভালুকা,৩/মোঃফারুক (৩০),পিতা আঃরহিম মাতা মনোয়ারা সাং বেলাব থানা পাগলা জেলা ময়মনসিংহ ৪/মোঃশাহিন (৪০)পিতা মৃত সুরুজ আলী সাং দক্ষিণ নবীনগর থানা:শেরপুর জেলা-শেরপুর ৫। রুবেল মিয়া(৩৯) পিতা:আহাদ মিয়া সাং দোগাছি থানা: তারাকান্দা জেলা-ময়মনসিংহকে আটক করে।তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহ হালুয়াঘাট সড়ক থেকে দুটি পিক-আপ উদ্ধার করে।আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।ভালুকা থানা পুলিশের এরুপ সাফল্যের ফলে সাধারণ জনগনের মনে ইতিবাচক সাড়া পড়েছে ।