সাইফুল ইসলাম: বিশেষ প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এক উপ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১ জন ।সোমবার নারায়নগঞ্জ কোড থেকে মামলার সাক্ষী প্রদান শেষে নোয়া মাইক্রোবাস যোগে ময়মনসিংহ ফেরার পথে সন্ধায় ঢাকা ময়মনসিংহ হাইওয়ের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় মাইক্রোবাসটি ট্রাকের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে নোয়া মাইক্রোটি খাদে পরে যায় ঘটনাস্থলেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এস আই মনিরুজ্জামান নিহত হন।পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও গাড়ির ড্রাইভার তুষারকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ড্রাইভার তুষারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।নিহত এস আই মনিরুজ্জামান এর বাড়ী শেয়ারপুর সদর উপজেলার ধোবরার চর দক্ষিণ নামাপাড়া,,নিহত এস আই মনিরুজ্জামানের দুই মেয়ে এক ছেলে।