ভালুকা মডেল থানা পুলিশ ইং-২৬/০৫/২০২৩ তারিখ অভিযান পরিচালনা করিয়া থানার মামলা নং-৫৮, তারিখ-২৬/০৫/২০২৩ ইং, ধারা-৩৬৫/৩৪ পেনাল কোড এর ঘটনার সহিত জড়িত ০৩ (তিন) জন অপহরণকারী গ্রেফতার এবং অপহরণের তিন ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধারকরে আরো নিয়মিত মামলায় মোট ০৬ (ছয়) জন, পুলিশ আইনের ৩৪ ধারা মূলে ০১ (এক) জন এবং ০২টি সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ (এক) জন আসামী সহ সর্বমোট-০৮ (আট) জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । ভালকা মডেল থানার ওসি তদন্ত জানান নিয়মিত অভিযানের অংশ হিসাবে এদের আটক করা হয়।
(বাদী) মোঃ মোবারক হোসেন (২২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ মোমেনা খাতুন, সাং- বড়গ্রাম (ইউপি বড়গ্রাম), মোবাঃ ০১৯৭১৬৪০৪২৫ থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ। অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে,তাহার বড় ভাই মোঃ মোস্তফা আহম্মেদ (২৭) ঢাকা উত্তরায় ভাড়াটিয়া বাসায় থাকিয়া চাকুরীর সন্ধান করিয়া আসিতেছে।
এমতাবস্থায় ফেইসবুক আইডির ম্যাসেঞ্জারের মাধ্যমে সাকিল নামের একজনের সাথে পরিচয় হয়। বাদীর ভাইকে চাকুরী দেওয়ার কথা বলিয়া প্রলুব্ধ করিয়া ভালুকা থানাধীন কাঁঠালী নামক স্থানে তাহার সহিত দেখা করিতে বলে। চাকুরী পাওয়ার আশায় বাদীর ভাই ভিকটিম মোস্তফা উত্তরা, ঢাকা হইতে ইং ২৫/৫/২০২৩ তারিখ ভালুকা থানাধীন কাঁঠালী সাকিনস্থ পল্লী বিদ্যুতের সামনে দুপুর অনুমান ০১.৪৫ ঘটিকার সময় বাস হইতে নামিলে অজ্ঞাতনামা বিবাদীরা মোটর সাইকেল যোগে উক্ত স্থানে আসিয়া বাদীর ভাই মোস্তফা আহম্মেদকে মোটরসাইকেল যোগে অত্র থানাধীন ভালুকা থানাধীন কাঁঠালী সাকিনে কানা মার্কেট সংলগ্ন মোস্তফা গ্রুপ এর বাউন্ডারীর ভিতরে নিয়া অবৈধভাবে আটক রাখিয়া বাদীর ভাইয়ের ব্যবহৃত মোবাইল নাম্বার হইতে তাহার মায়ের মোবাইল ফোনে ফোন দিয়া তার মাকে না পাইয়া তাহার জেঠি তুল্লানীর মোবাইল নাম্বার ০১৩২৩০৪১০৯২ তে ফোন করিয়া অজ্ঞাতনামা বিবাদীরা ভিকটিমের মায়ের নিকট ২০,০০০/-টাকা মুক্তিপন দাবী করে।
উক্ত অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার মামলানং ৫৮তারিখ-২৬/০৫/২০২৩ইং ধারা-৩৬৫/৩৪ পেনাল কোড রুজু হওয়ার পর ভালুকা মডেল থানা পুলিশের চৌকস একটি টিম অফিসার ইনচার্জ সাহেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া তিন ঘন্টার মধ্যে ভালুকা থানাধীন কাঠালী সাকিনস্ত মোস্তফা গ্রুপের পরিত্যক্ত বাউন্ডারির ভিতর হইতে ভিকটিম মোস্তফা আহম্মেদ কে উদ্ধার করেন
অপহরণের ঘটনায় জড়িত অপহরণকারী ১. মোঃ সাদ্দাম হোসেন (২৮)পিতা-নজরুল ইসলাম, সাং-কাঠালী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ ২.শফিউল্লাহ তুহিন (২৫)পিতা-মৃত গিয়াস উদ্দিন মাস্টার, সাং-বেয়ারা বালিপাড়া থানা-ত্রিশাল দ্বয়কে শ্রীপুর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং অপর অপহরণকারী মাহাবুব , হাসান সাগর (২২) পিতা-কামাল হোসেন, সাং-বিদায় (সরকার বাড়ী), বানা-শ্রীপুর, জেলা-গাজীপুর কে ত্রিশাল থানাধীন বালিয়াপাড়া, সাকিন হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।