ময়মনসিংহের ভালুকায় এক অসহায়ের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রান্দিয়া এলাকার মৃত খন্দকার আব্দুর রাজ্জাকের ছেলে খন্দকার আজমের পৈতৃক সম্পত্তি ধলিয়া মৌজার আর ও আর ১১৬ খতিয়ানের সাবেক ২২৪০ নং দাগে ২৫ শতাংশ জমি ওই এলাকার খন্দকার হাকীমের ছেলে খন্দকার মোজাম্মেল হক (৬০), খন্দকার জহিরুল হকের দুই ছেলে খন্দকার আবির (৩৫) ও খন্দকার নিবির (৩০) মিলে জোরপূর্বক দখল করেছে।
রবিবার (১৮ই জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই জমিতে লাগানো পাট খেত নষ্ট করে জমি দখলের উদ্দেশ্যে জমিতে মাটি দিয়ে ভরাট করে পিলার দিয়ে বেড়া দেওয়া ও একটি টিনের ছাপড়া তৈরি করা।
ভুক্তভোগী খন্দকার আজম জানান, শনিবার দুপুরের দিকে উল্লেখিত ব্যক্তিসহ আরো অজ্ঞাত ৪/৫ জন মিলে টিন, কাঠ, পাকা পিলার নিয়ে জোরপূর্বক ওই জমিতে টিনের ছাপড়া ঘর ও বেড়া তৈরি করে কিছু অংশ মাটি দিয়ে ভরাট করে এ সময় তাদের বাঁধা দিতে গেলে ভুক্তভোগীদের লাঠি সোঠা দিয়ে খুন জখমের হুমকি দিলে তিনি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফয়সালা না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে।
এ ঘটনায় অভিযোক্তদের মধ্যে খন্দকার আবির জানান, তারা ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়েছেন। তিনি আরও বলেন, খন্দকার আজম থানায় অভিযোগ করেছেন তাতে কোনো সমস্যা নাই। খন্দকার আজম যদি কাগজ পত্রে ওই জমি পায় তাহলে সেচ্ছায় জমি তাকে দিয়ে দেওয়া হবে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার এস.আই নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ফয়সালা হবার আগ পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ঘটনা তদন্ত করে জমির সঠিক মালিককে বুঝিয়ে দেওয়া হবে।