ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জেলা যুবলীগের সদস্য মাহফুজসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১০, স্টেডিয়াম এলাকায় স্বস্তি! Logo বিরামপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ Logo বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল Logo বাংলার কৃষকদের শস্য-বিমা নিয়ে কথা দিয়ে কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী Logo বোয়ালখালিতে গরু চোর চক্রের সদস্য গ্রেফতার Logo গফরগাঁও সরকারি কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন Logo এবার অভিনব কায়দায় প্রতারণা চারচাকা গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে ব্লু বুক নকল করে বাইকে ব্যবহার:- Logo বাঘ প্রসঙ্গ ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে Logo রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অসীমা পাত্রর জন্ম দিবস পালিত হলো, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা Logo ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে একই পরিবারের ৫ সদস্যসহ ৮ জন আটক

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে একই পরিবারের ৫ সদস্যসহ ৮ জন আটক

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ জনকে আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

গতকাল সোমবার (৬জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২ ঘটিকায় বিরামপুর উপজেলাস্থ সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জন সহ ৬৯ হাজার টাকার মালামাল জব্দ করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম জানান,অচিন্তপুর বিওপি’র বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তবর্তী চাপড়া নামক এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় ছিলেন।

এইসময় বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, বাংলাদেশী চোরাকারবারীদের সহায়তায় কিছু সংখ্যক বাংলাদেশী নাগরিক অদ্য রাতের আঁধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে সীমান্ত পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপড়া গ্রামে একত্রিত হচ্ছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সহায়তায় চাপড়া গ্রামে তল্লাশী চালানো হয়।

তল্লাশি চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আগত একি পরিবারের ৫ সদস্যসহ ১ জন দ্বৈত নাগরিক ও ২ জন অনুপ্রবেশে সহায়তাকারীসহ মোট ৮ জনকে আটক করেন।

এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তাকারী বিষু মিয়ার ছেলে রুস্তম আলী (২৭), জহির উদ্দিনের ছেলে মইনুর রহমান (৩২), শাহাজাহান আলীর ছেলে সোহেল রানা (২৭), কফিল উদ্দিনের ছেলে মো. রাজু (৩৫) এবং গোপালপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে সোহেল হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের একি পরিবারের ৫ জন সদস্য বগুড়া জেলার সাবগ্রাম ইউনিয়নের সাবগ্রাম মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শ্রী মংলা চন্দ্র দেবনাথ (৫২), এবং তার তিন ছেলে শ্রী গনেশ চন্দ্র দেবনাথ(৪০),শ্রী সোহাগ (৩১),শ্রী বুদা চন্দ্র দেবনাথ (৩৫), সাথে বুদা চন্দ্র দেবনাথ এর ছেলে শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ (১৬), এছাড়াও ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক দিনাজপুর জেলার বিরল উপজেলার আকড়গ্রামের মোতালেব হোসেনের ছেলে কামরুজ্জামান হিটলারকে(৩৫), আটক করেন।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তাকারী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে মমিনুর রহমানকে (৩৫), আটকের সময়ে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারতে পলায়নকৃত একই গ্রামের কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমানকে (৩২), ৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর দিঘীপাড়া ক্যাম্পের বিএসএফ টহলদলের সহায়তায় আটক করা হয়।

আটককৃত আসামীদের নিকট হতে ০৫টি মোবাইল, ০৮টি ভারতীয় সীমকার্ড, ০৮টি বাংলাদেশী সীমকার্ড, ০১টি মোবাইল চার্জার, ০৪টি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র, ০১টি ভারতীয় আধার কার্ড এবং ০১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬৯,৬০০/- (ঊনসত্তর হাজার ছয়শত) টাকা বলে জানিয়েছেন বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম।

আটককৃত ৮ জন ও পলাতক ৫ জন বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

আটককৃতদের আজ মঙ্গলবার দিনাজপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক।

Translate »

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে একই পরিবারের ৫ সদস্যসহ ৮ জন আটক

আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ জনকে আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

গতকাল সোমবার (৬জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২ ঘটিকায় বিরামপুর উপজেলাস্থ সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জন সহ ৬৯ হাজার টাকার মালামাল জব্দ করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম জানান,অচিন্তপুর বিওপি’র বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তবর্তী চাপড়া নামক এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় ছিলেন।

এইসময় বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, বাংলাদেশী চোরাকারবারীদের সহায়তায় কিছু সংখ্যক বাংলাদেশী নাগরিক অদ্য রাতের আঁধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে সীমান্ত পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপড়া গ্রামে একত্রিত হচ্ছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সহায়তায় চাপড়া গ্রামে তল্লাশী চালানো হয়।

তল্লাশি চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আগত একি পরিবারের ৫ সদস্যসহ ১ জন দ্বৈত নাগরিক ও ২ জন অনুপ্রবেশে সহায়তাকারীসহ মোট ৮ জনকে আটক করেন।

এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তাকারী বিষু মিয়ার ছেলে রুস্তম আলী (২৭), জহির উদ্দিনের ছেলে মইনুর রহমান (৩২), শাহাজাহান আলীর ছেলে সোহেল রানা (২৭), কফিল উদ্দিনের ছেলে মো. রাজু (৩৫) এবং গোপালপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে সোহেল হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের একি পরিবারের ৫ জন সদস্য বগুড়া জেলার সাবগ্রাম ইউনিয়নের সাবগ্রাম মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শ্রী মংলা চন্দ্র দেবনাথ (৫২), এবং তার তিন ছেলে শ্রী গনেশ চন্দ্র দেবনাথ(৪০),শ্রী সোহাগ (৩১),শ্রী বুদা চন্দ্র দেবনাথ (৩৫), সাথে বুদা চন্দ্র দেবনাথ এর ছেলে শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ (১৬), এছাড়াও ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক দিনাজপুর জেলার বিরল উপজেলার আকড়গ্রামের মোতালেব হোসেনের ছেলে কামরুজ্জামান হিটলারকে(৩৫), আটক করেন।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তাকারী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে মমিনুর রহমানকে (৩৫), আটকের সময়ে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারতে পলায়নকৃত একই গ্রামের কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমানকে (৩২), ৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর দিঘীপাড়া ক্যাম্পের বিএসএফ টহলদলের সহায়তায় আটক করা হয়।

আটককৃত আসামীদের নিকট হতে ০৫টি মোবাইল, ০৮টি ভারতীয় সীমকার্ড, ০৮টি বাংলাদেশী সীমকার্ড, ০১টি মোবাইল চার্জার, ০৪টি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র, ০১টি ভারতীয় আধার কার্ড এবং ০১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬৯,৬০০/- (ঊনসত্তর হাজার ছয়শত) টাকা বলে জানিয়েছেন বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম।

আটককৃত ৮ জন ও পলাতক ৫ জন বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

আটককৃতদের আজ মঙ্গলবার দিনাজপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক।