বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- দলে থাকতে গেলে ব্যক্তিগত স্বার্থকে পিছনে ফেলে মানুষের স্বার্থে কাজ করতে হবে। তাঁদের মতামতকেই গুরুত্ব দেবে দল।" তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই সুপারিশ পাঠিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।শহর কলকাতা বাদে রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদলের প্রস্তাব দলনেত্রীকে লিখিত আকারে পাঠিয়েছেন অভিষেক। যদিও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলে খোলনলচে বদল চান তৃণমূলের প্রধান সেনাপতি, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
পুজোর সময়টায় বিদেশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অস্ত্রোপচারের জন্য তাঁকে বিদেশে যেতে হয়েছিল। একটানা বেশ কিছুদিন জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল বাংলা সেই সময় অভিষেকের অনুপস্থিতি বারবার নজর কেড়েছে। জানা গিয়েছে, রাজ্যের পুরসভা এলাকাগুলিতে দলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদলের সুপারিশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বাদে রাজ্যের সমস্ত পুর এলাকায় সাংগঠনিক পদে এই রদবদলের সুপারিশ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আকারে পাঠিয়েছেন। একই সঙ্গে বেশ কিছু জেলায় দলের সভাপতি পদে বদলেরও সুপারিশ করেছেন অভিষেক। অভিষেকের এই সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।