ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে দেয়া হবে না-নৌবাহিনীর প্রধান

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

 

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল নাজমুল হাসান বলেছেন, ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে দেয়া হবে না। আমাদের মৎস্য সম্পদ তারা নিয়ে যাবে, এটা হবে না। আমাদের নৌবাহিনী এবং কোষ্টগার্ড এ বিষয়ে তৎপর রয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংএ তিনি এ কথা বলেন।

 

ভারতীয় সরকারের সঙ্গে এ বিষয় কথা বলবে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে, সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কূটনীতিকভাবে আমরা ভারতীয় সরকারের কাছে এ প্রতিবাদ জানাব৷ বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন’।

 

ব্রিফিংএ তিনি আরো বলেন, ভোলা জেলার সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও জলদস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। কে কোন দলের, সেটা দেখার সময় নেই। যে অপরাধ করবে সে ব্যক্তিই অপরাধী। চিহ্নিত কাউকেই ছাড় দেয়া হবে না।

 

ভোলার সার্বিক পরিস্থিতি এবং অবৈধ অস্ত্রের বিষয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘ভোলা থেকে ৯৭টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ৮৬টি অস্ত্র কেনা হয়েছে। কেনা সকল অস্ত্র জমা পড়েছে। বাহিরে বৈধ কোনো অস্ত্র এখন আর নেই। তবে কারো কাছে যদি অবৈধ অস্ত্র থেকে থাকে, তাহলে আমাদের যৌথবাহিনী সে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে ভোলায় আসেন এডমিরাল নাজমুল হাসান। ভোলা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় তিনি খুলনার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।

 

ভোলা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, নৌবাহিনীর খুলনা জোনের কমান্ডার রিয়াল এডমিরাল গোলাম সাদেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, ভোলা নৌবাহিনীর কমান্ডার আরাফাতুল ইসলাম, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ আরো অনেকে।

ট্যাগস :
Translate »

ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে দেয়া হবে না-নৌবাহিনীর প্রধান

আপডেট সময় : ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

 

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল নাজমুল হাসান বলেছেন, ভারতীয় কোন জেলেকে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে দেয়া হবে না। আমাদের মৎস্য সম্পদ তারা নিয়ে যাবে, এটা হবে না। আমাদের নৌবাহিনী এবং কোষ্টগার্ড এ বিষয়ে তৎপর রয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংএ তিনি এ কথা বলেন।

 

ভারতীয় সরকারের সঙ্গে এ বিষয় কথা বলবে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘ভারতীয় জেলেরা আর যেন বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে, সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং কূটনীতিকভাবে আমরা ভারতীয় সরকারের কাছে এ প্রতিবাদ জানাব৷ বাংলাদেশের জলসীমায় বর্তমানে ভারতীয় ট্রলারের উপদ্রব অনেকটা কমে গেছে বলেও তিনি দাবি করেন’।

 

ব্রিফিংএ তিনি আরো বলেন, ভোলা জেলার সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও জলদস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। কে কোন দলের, সেটা দেখার সময় নেই। যে অপরাধ করবে সে ব্যক্তিই অপরাধী। চিহ্নিত কাউকেই ছাড় দেয়া হবে না।

 

ভোলার সার্বিক পরিস্থিতি এবং অবৈধ অস্ত্রের বিষয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘ভোলা থেকে ৯৭টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এরমধ্যে ৮৬টি অস্ত্র কেনা হয়েছে। কেনা সকল অস্ত্র জমা পড়েছে। বাহিরে বৈধ কোনো অস্ত্র এখন আর নেই। তবে কারো কাছে যদি অবৈধ অস্ত্র থেকে থাকে, তাহলে আমাদের যৌথবাহিনী সে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকা থেকে ভোলায় আসেন এডমিরাল নাজমুল হাসান। ভোলা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় তিনি খুলনার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।

 

ভোলা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, নৌবাহিনীর খুলনা জোনের কমান্ডার রিয়াল এডমিরাল গোলাম সাদেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, ভোলা নৌবাহিনীর কমান্ডার আরাফাতুল ইসলাম, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ আরো অনেকে।