তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার-ফেনী।
নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রধান প্রকল্পের আওতায় ফাজিলপুর ইউনিয়নের ৪০ টি পরিবারকে ঘরের ব্যবহার্য উপকরণ বিতরণ করা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা "ইপসা"। দাতা সংস্থা NEAR Change Fund. কারিগরি ও সমন্বয় লিড- NAHAV. Project Lead- দ্বীপ উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
জনাব জাহাঙ্গীর আলম মজুমদার, সচিব, ফাজিলপুর ইউনিয়ন পরিষদ। জনাব হাসানুর রহমান, প্রজেক্ট অফিসার।
অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ আতিকুর রহমান,কমিউনিটি মোবিলাইজার, ইপসা। ভলান্টিয়ার হিসাবে সহযোগিতায় ছিলেন - জনাব ইমন ও জনাব ইশতিয়াক।
সামগ্রীর মধ্যে রয়েছে কিচেন কিট ভাতের বোল- ১টি, তরকারির বোল-১টি, প্লাস্টিক বালতি (ঢাকনা সহ)-১টি, পানির জগ-১টি, পানির গ্লাস-৬টি, ভাতের প্লেট- ৬টি, লবণ দানি- ১টি, চাল ধোয়ার ঝাঝর-১টি, কলসী (১৫ লিটার)-১টি, মগ (০২ লিটার)-১টি, ভাতের পাতিল- ১টি, তরকারির পাতিল (ডিসকো) -১টি, ছোট পাতিল-১টি, খুনতি-১টি, ভাতের চামচ- ১টি, ডালের চামচ-১টি, তরকারি চামচ- ১টি, চটের বস্তা ১টি।