ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলার সাবেক এমপি মুকুলের বিরুদ্ধে মামলা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা Logo ময়মনসিংহের সিএনজি অটোরিকশা চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার… Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বেলকুচিতে জামায়াতের সংবর্ধনা সভায় জেলা আমীর

আরিফ
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

আ’লীগের একদলীয় প্রহসনের নির্বাচন দেশের সাধারণ জনগণ মেনে নেবে না ।

আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা:

বাংলাদেশ আজ এক কঠিন সময় ও ক্লান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। ফাসিস্ট আ’লীগ সরকারের কারনে দেশে একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার আজ ভূলুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে আজ একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় একমাত্র উত্তোরণের উপায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে।কিন্ত,তা না করে সরকারের অধীনে ইসি একতরফা নির্বাচনী নাটক মঞ্চস্থ করছে। আ’লীগের একদলীয় প্রহসনের নির্বাচন এ দেশের সাধারণ জনগণ কোনভাবেই মেনে নেবে না।

গতকাল শনিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত
সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা ও চলমান আন্দোলন-সংগ্রামে নিবেদিত প্রাণ কর্মী ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলকুচি উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিরাট সমাবেশে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রাজ্জাক। বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,
কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম। সমাবেশে অন্যান্যো’র মাঝে আরো বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য,
অধ্যাপক মাওঃ গোলাম আযম,মাওঃ মাহবুবুর রশিদ শামীম,অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,মাওঃ ছানোয়ার হোসাইন,বেলকুচি পৌরসভা আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,সেক্রেটারি গোলাম সারোয়ার,শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন,
ছাত্রনেতা জুনায়েদ আহমদ সবুজ ও এরশাদ আলী,ইন্জি,শাহাদাজ্জামান সবুজ মিয়াজী প্রমূখ।

সমাবেশে,প্রধান অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,সরকারের সীমাহীন দমন-পীড়ন,
জেল-জুলুম, ও ফাঁসি জামায়াতের দ্বীনের এই কাফেলাকে রুখে দিতে পারিনি দৃঢ়তার সাথে উল্লেখ করে,কারামুক্ত ২৪ ও অন্য দল থেকে জামায়াতে যোগদানকৃত নবাগত ২১ নেতা-কর্মীদেরকে অভিনন্দন জানান। সেইসাথে,সকলকে দ্বীন কায়েমের এই কাফেলায় আল্লাহর সন্তোষ্টির পথে আরো সুদৃঢ় ও এস্তেকামাত থাকার আহবান জানান। তিনি সমাবেশে,
নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে দেশে একটি অবাধ,সুষ্ঠু ও নিরোপক্ষ নির্বাচনের দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন ও কর্মসূচিতে সকল তৃণমূলের নেতা-কর্মীসহ দেশ-প্রেমিক জনতাকে মাঠে ময়দানে সাহস নিয় আরো শক্তভাবে নেমে আসার এবং একতরফা ৭ জানুয়ারী তথাকথিত নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকারও উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর আলী আলম,জালিম সরকারের সকল ষড়যন্ত্র বুমেরাং হবে উল্লেখ করে,ষড়যন্ত্র ও পাতানো নির্বাচন বন্ধ করার জোর দাবী জানান এবং আন্দোলনরত নেতা-কর্মীদের
কে ধৈর্যের সাথে আন্দোলনের পাশাপাশি মহান আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার উদাত্ত আহবান জানান।

ট্যাগস :
Translate »

বেলকুচিতে জামায়াতের সংবর্ধনা সভায় জেলা আমীর

আপডেট সময় : ০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

আ’লীগের একদলীয় প্রহসনের নির্বাচন দেশের সাধারণ জনগণ মেনে নেবে না ।

আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা:

বাংলাদেশ আজ এক কঠিন সময় ও ক্লান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। ফাসিস্ট আ’লীগ সরকারের কারনে দেশে একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার আজ ভূলুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে আজ একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় একমাত্র উত্তোরণের উপায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে।কিন্ত,তা না করে সরকারের অধীনে ইসি একতরফা নির্বাচনী নাটক মঞ্চস্থ করছে। আ’লীগের একদলীয় প্রহসনের নির্বাচন এ দেশের সাধারণ জনগণ কোনভাবেই মেনে নেবে না।

গতকাল শনিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত
সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা ও চলমান আন্দোলন-সংগ্রামে নিবেদিত প্রাণ কর্মী ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলকুচি উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিরাট সমাবেশে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রাজ্জাক। বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,
কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম। সমাবেশে অন্যান্যো’র মাঝে আরো বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য,
অধ্যাপক মাওঃ গোলাম আযম,মাওঃ মাহবুবুর রশিদ শামীম,অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,মাওঃ ছানোয়ার হোসাইন,বেলকুচি পৌরসভা আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,সেক্রেটারি গোলাম সারোয়ার,শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন,
ছাত্রনেতা জুনায়েদ আহমদ সবুজ ও এরশাদ আলী,ইন্জি,শাহাদাজ্জামান সবুজ মিয়াজী প্রমূখ।

সমাবেশে,প্রধান অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,সরকারের সীমাহীন দমন-পীড়ন,
জেল-জুলুম, ও ফাঁসি জামায়াতের দ্বীনের এই কাফেলাকে রুখে দিতে পারিনি দৃঢ়তার সাথে উল্লেখ করে,কারামুক্ত ২৪ ও অন্য দল থেকে জামায়াতে যোগদানকৃত নবাগত ২১ নেতা-কর্মীদেরকে অভিনন্দন জানান। সেইসাথে,সকলকে দ্বীন কায়েমের এই কাফেলায় আল্লাহর সন্তোষ্টির পথে আরো সুদৃঢ় ও এস্তেকামাত থাকার আহবান জানান। তিনি সমাবেশে,
নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে দেশে একটি অবাধ,সুষ্ঠু ও নিরোপক্ষ নির্বাচনের দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন ও কর্মসূচিতে সকল তৃণমূলের নেতা-কর্মীসহ দেশ-প্রেমিক জনতাকে মাঠে ময়দানে সাহস নিয় আরো শক্তভাবে নেমে আসার এবং একতরফা ৭ জানুয়ারী তথাকথিত নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকারও উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর আলী আলম,জালিম সরকারের সকল ষড়যন্ত্র বুমেরাং হবে উল্লেখ করে,ষড়যন্ত্র ও পাতানো নির্বাচন বন্ধ করার জোর দাবী জানান এবং আন্দোলনরত নেতা-কর্মীদের
কে ধৈর্যের সাথে আন্দোলনের পাশাপাশি মহান আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার উদাত্ত আহবান জানান।