বেবি চক্রবর্ত্তী, ভারতের প্রতিনিধি :- সারাদিন বিশ্বজুড়ে জনপ্রিয় শিশুদের প্রসাধনী নির্মাতা সংস্থা জনসন অ্যন্ড জনসন। এই সংস্থার প্রসাধনীর মধ্যে বেশ জনপ্রিয় হল পাউডার। আর তা নিয়ে বারবার বিপাকে পড়েছে জনসন অ্যান্ড জনসন এবার দিতে হবে প্রায় ১৮০ কোটি টাকা জরিমানা ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি অভিযোগ তুলেছিলেন জনসন অ্যান্ড জনসনের পাউডার ব্যবহারের ফলে বিরল ধরনের আদার মেসোথেদিয়মা আক্রান্ত হয়েছেন। আর সেই অভিযোগের বিরুদ্ধে কানেকটিকাট সুপিরিয়র কোর্টে দায়ের হয় মামলা এরপরেই আদালতের বিচারক রায় দেন, 'এই ঘটনার জন্য মামলাকারীকে ১৮০ কোটি টাকা দিতে হবে জনসন আন্ড জনসনকে।
আদালতে শুনানির সময়
মামলাকারীর আইনজীবী দাবি করেন। বেবি পাউডার পদের মধ্যে রয়েছে অ্যাসবেস্টস (এক ধরনের ক্ষতিকারক ফাইবার) রয়েছে বা ক্ষতিকারক। তবে অভিযোগ স্বীকার করেনি জনসন অ্যান্ড জনসন। তাদের পাল্টা যুক্তি, পাউডারের মধ্যে অ্যাসবেস্টস নেই। যাতে ক্যান্সার হতে পারে। বলা বাহুল্য, অভিযোগকারী হলেন ইভান প্লটকিন। জনসনের পাউডার ব্যবহারের জন্য তিনি মেসোথেলিওমার মতো বিরল ক্যান্সারে আক্রান্ত হন। নিজে কিছু সুস্থ হয়ে এই ঘটনা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। এরপরেই মেলে সুরাহা।
উল্লেখ্য, জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরে দেশে বেবি পাউডার বিক্রি করে আসছে কোম্পানির জনসন বেবি পাউডার বাংলাদেশ ও ভারতের বাজারে বেশ জনপ্রিয়। এই পাউডারটি বেশিরভাগ বাড়িতে ছোট শিশুদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর সেই পাউডারকে নিয়ে উঠল চাঞ্চল্যকর তথ্য।