বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও সচেতনতা সভা

- আপডেট সময় : ১০:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

আফাজ উদ্দিন,জেলা প্রতিনিধি:
“করবো ভুমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব,তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস (২০২৪ইং) উপলক্ষে র্যালী ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
বল্লাঘাট ডাকবাংলোর সামনে থেকে শুরু করে জাফলং পিকনিক সেন্টারের আশপাশ পদক্ষিত করে জাফলং জিরো পয়েন্টে এসে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সচেতনতা সভায় গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার মহোদয় বলেন,জাফলং জিরো পয়েন্ট সংকটাপন্ন এরিয়া,এখানে পরিবেশ যাতে নষ্ট না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্তা গ্রহণ করা হবে।
পরিবেশ সুরক্ষার জন্য তিনি আরো বলেন,এই পর্যটন স্পষ্টে যাতে কোন ধরনের পলিথিন ব্যবহার করা না হয় এবং যেগুলো বাহির থেকে পর্যটকগন নিয়ে আসে সেগুলো যাতে মেনেজ করে জাফলং কে স্মার্ট জাফলং হিসাবে গড়ে তুলা যায়।
পরিবেশ সুরক্ষা পরিকল্পনা সম্পর্কে জাফলং পর্যটন কেন্দ্রের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অবগত করেন।
বিশ্ব পরিবেশ দিবস (২০২৪ ইং) র্যালী ও সচেতনতা সমাবেশে অংশ গ্রহন করেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,তৌহিদুল ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম।
জাফলং টুরিস্ট পুলিশ,জাফলং জোনের ইনচার্জ জনাব,রতন শেখ,( পিপিএম) ও শাহাদাত হোসেন,
০৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, রফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জনাব,মিনহাজ উদ্দিন, পিয়াইন পাথর ব্যবসা সমিতির সভাপতি জনাব,আব্দুল মালিক,গোয়াইনঘাট থানাধীন জাফলং বিটের সাব-ইন্সপেক্টর সাদ্দাম হোসেন,জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জনাব, হোসেন আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব,আলমগীর হোসেন,তাছাড়া অত্র উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।