মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করায় সেবা না পেয়ে চলে যান সেবা গ্রহীতারা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সেবা নিতে আসেন অনেকেই। উপজেলা নির্বাচন অফিসের সামনে অফিসের গ্রিলের সাথে ঝুলানো ব্যানার দেখে অনেকেই সেবা না নিয়ে চলে যান। ব্যানারে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি STAND FOR NID ও SAVE NID- PROTECT VOTER LIST- ENSURE DEMOCRACY লেখা আছে । অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিরামপুর উপজেলা নির্বাচন অফিস।বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সকাল ১১ টায় শুরু হয় চলে দুপুর ১ টা পর্যন্ত। এসময় নির্বাচন অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করেন সংশ্লিষ্টরা। এসময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে চলে যান।