মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে স্মরণীয় করে রাখতে সরকারি কলেজ, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ছবি আঁকা ও দেওয়ালে লিখন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগষ্ট) বিরামপুর পৌরশহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট উচ্চবিদ্যালয়ের দেওয়ালে রং-তুলির আঁচড়ে ছবি আঁকা ও দেওয়ালে লিখনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় শিক্ষার্থীদের এছাড়াও গত রবিবার বিরামপুর সরকারি কলেজের দেওয়ালে ছবি আঁকা ও লিখনে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা।গত ৫ আগষ্টে সারাদেশে ঘটে যাওয়া নজিরবিহীন গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে বিরামপুরে শিক্ষার্থীদের অভিনব এই কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসাবে সোমবার দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দেয়ালসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালে ছবি আঁকা ও দেওয়া লিখন করেন শিক্ষার্থীরা