বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সকল শহীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬)আগস্ট বিকেল ৪ টায় বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গায়েবানা যানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী মো: রিয়াদ, বি ইউ বি টি’র শিক্ষার্থী সাহিদ হাসান, জয়পুরহাট সরকারী কলেজের শিক্ষার্থী জুনাইদ, বিরামপুর সরকারী কলেজের শিক্ষার্থী আবাবিল শেখ, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রকাশনা সম্পাদক আবুল কালাম, হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক এনামুল হক।
এসময় গায়েবানা যানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াত ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,সুধি ও গনমাধ্যম কর্মীরাসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন দিনাজপুর জেলা(দক্ষিণ) ছাত্র শিবিরের সভাপতি আঃ কায়য়ুম।