বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে দিনাজপুর বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর উপস্থাপনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা তথ্যআপা সুবর্ণা সুমাইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনাসভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী উন্নয়ন ফোরামের সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।