বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক হুমায়ূন কবির খান নির্বাচিত হওয়ায় কালিয়াকৈরে আনন্দের বন্যা।
- আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
কেন্দ্রিয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক,গাজীপুর ১ আসনের কর্ণধার কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি সাবেক ভিপি জননেতা জনাব মোঃ হুমায়ুন কবীর খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় কালিয়াকৈরে আনন্দের বন্যা বইছে। শ্রমিক ফেডারেশনের সর্বস্তরের নেতৃবর্গ,দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং মিষ্টি বিতরণ করছেন। তার গ্রামের বাড়ী কালিয়াকৈর উপজেলার বড়দল গ্রামের কৃতি সন্তান কালিয়াকৈর বাসীর গর্ব ও তার দলীয় কার্যালয় এবং কালিয়াকৈর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে লোকে লোকারণ্য। তাকে ব্যাক্তিগতভাবে শশরীরে ও ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতা কর্মী ও সকল শ্রেণী পেশার মানুষ। তিনি সকলের ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত ও সকলের ভালোবাসায় তিনি সিক্ত। জানা যায়, কালিয়াকৈর কলেজ থেকে ছাত্ররাজনীতি শুরু হয় তার। তার বনার্ঢ্য রাজনৈতিক জীবনে তিনি বহু দায়িত্ব পালন করেছেন। হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন। তার পরও জনগনের ও শ্রমিকদের সুখে দুঃখে পাশে থেকে তাদের উৎসাহ জুগিয়েছেন। তার এমন সাফল্যে দলমত সকলেই খুশি। পর্যায়ক্রমে বিএনপির উপজেলা ও জেলা পর্যায়ে নানা গুরুতত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি কেন্দ্রিয় বিএনপির বিভিন্ন পদে অত্যান্ত নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নানা প্রতিকুলতা কাটিয়ে শ্রমিক দলের নেতাকর্মী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তার দীর্ঘ দিনের পথচলা। তিনি আগামী দিনে গাজীপুর ১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সকলের সাথে মিলে মিশে দেশ গড়ার কাজে আত্বনিয়োগ করতে চান। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।