গাজীপুর জেলা, শ্রীপর উপলোর ২ নং গাজীপুর ইউনিয়ন । বাঁশবাড়ী ০১নং ওয়ার্ডের বাসিন্দা । মোঃ জামাল ফকিরের ছেলে-ইমন (প্রতিবন্ধী)জানা যায় দশ মাস আগে মোঃ জামাল ফকিরের প্রতিবন্ধী ছেলে মোঃ ইমন সালদহ নদীর ব্রীজপাড় থেকে জৈনা আঞ্চলিক রাস্তা এক মটরসাইকেল তার উপর চালিয়ে দিলে যায়।
মোঃ জামাল ফকির (৫০) ছেলে মেয়ে সহ তার পরিবারে সদস্য-৬ জন (১০মাস)যাবৎ পুঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছেন তার প্রতিবন্ধী ছেলে ইমন । চিকিৎসা করেই বাবা তার টাকা পয়সা যা ছিলো শেষ করে ফেলে,,, এখন তার চিকিৎসা অনেকটাই থেমে গেছে টাকার অভাবে।
ইমনের বাবা জামাল ফকির বলে অনেকেই তো অনেক ভাবে টাকা খরচ করেন যদি আপনাদের হৃদয়ে একটুও সহানুভূতির মায়া থাকে তাহলে অবশ্যই একটু খুজ খবর নিবেন ইমনের।
যোগাযোগ নাম্বার :০১৭৫৭৯৩৯৭২০ (ইমনের বাবা)
:০১৬২২৬৬৭০৬৯ (বিকাশ)