পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ওয়াকওয়ে ও সাইকলওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বরিশাল নগরীর সাগরদী খালের দুই পাশে সোয়া চার কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সাইকেল ওয়ে নির্মাণ কাজ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বসিক)। বুধবার ১০ই জানুয়ারি দুপুরে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ হাজার ২৪০ মিটার ওয়াক ও সাইকেলিং ওয়ের পাশেই ৮৬টি বসার কনক্রিট বেঞ্চ, ১৫০টি স্টিল ডাস্টবিন, ৬৮টি ফ্লাড লাইট, ৪টি এপ্রোচ র্যাম্প নির্মাণ করা হবে। পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাবদ প্রকল্পটিতে খরচ হবে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৮৪০ টাকা। ওয়াক ওয়ের প্রস্থ হবে ৫ দশমিক ৫ মিটার ও সাইকেলিং ওয়ের প্রস্থ হবে ৪ দশমিক ৫ মিটার।
এসময়ে মেয়র বলেন, ‘বরিশাল নগরীর খালগুলো খনন ও উদ্ধারের কাজ চলছে। সাগরদী খাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানে হাঁটতে পারবে, সাইকেলিং করতে পারবে, ঘুরতে আসতে পারবে।