পারভেজ
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় হাসপাতাল মোড়স্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় সাংগঠনিক ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মুক্ত মতামত প্রকাশ করেন তারা।
পাশাপাশি সংগঠনটির উদ্যোগে সফলভাবে সদ্য সমাপ্ত বার্ষিক বনভোজনের আয়োজন সহ সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই সময়ে সদ্য প্রয়াত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন সংগঠনের সদস্যরা।
নভেম্বর মাসের মাসিক সভা ও দোয়া মোনাজাতে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এস এম রাকিবুল হাসান ফয়সাল ও সাধারণ সম্পাদক সৈয়দ বাবু প্রমুখ।