মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীর সিএন্ডবি রোড, বৌদ্ধপাড়ার মুখ সংলগ্ন সোমালয়ের পশ্চিম পার্শে, ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে, বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী তৌফিক (২৪) নামে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, গত ২৭ শে নভেম্বর সোমবার রাত ৮ টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সি এন্ড বি রোড, বরিশাল এর সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে ও চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে মাঠে নামে।
পরবর্তীতে পুলিশি সহায়তায় থ্রি-হুইলার চলাচলের রাস্তায় যেনো বড় বাস, ট্রাক না আসতে পারে তাই দূর্ঘটনা এড়াতে রোড ব্লকার ব্যবহার করা হয়।
এই সময় উপস্থিত ছিলো, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী জি. এম ওবায়দুল কবির,হাফিজুল ইসলাম শান্ত,হাসিবুর রহমান সৌরভ, সৈকত মালেক, ইমরান নাহিদ রিয়ন, রবিউল ইসলাম রবি সহ আরো অনেক সাধারণ শিক্ষারথী বৃন্দ।
এই সময় বরিশাল মেট্রো পলিটন পুলিশ বিএমপি. এএসপি শাজাহান হোসেন উপস্থিত থেকে রাস্তায় রোড ব্লকারের ব্যাবস্থা করেন। এবং সাধারণ শিক্ষার্থীদের এই মানববন্ধনকে স্বাগতম জানায়।
পরবর্তীতে তিনি বলেন, আমরা দিন রাত কার্যক্রম করে যাচ্ছি যাতে সড়কে যানযট সৃষ্টি কম হয় এবং আমরা শহরের গুরুত্বপূর্ণ স্থান, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে, রুপাতলি বাসস্ট্যান্ডে, হাতেম আলি চৌমাথায়, বটতলায়, সদর রোডে এবং নতুন বাজার সহ শহরের বিভিন্ন স্থানে একাদিক ট্রাফিক পুলিশ মোতায়ন করেছি। এই সময় তিনি আরো বলেন, তোমরা যারা এই মানববন্ধন করেছো তোমাদের মানববন্ধনের সকল বিষয় আমরা ব্যাবস্থা গ্রহন করবো, যাতে নিরাপদ ভাবে সকল পথচারী চলাচল করতে পারে।
জি. এম ওবায়দুল কবির এর নেতৃত্বে পরবর্তীতে সকল শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করে নিজ নিজ বাসস্থানে পিরে যায়।