বগুড়ার নন্দীগ্রামে বছরের প্রথমদিন বিনামূল্যে সরকারি নতুন বই পেয়েছে উপজেলার শিক্ষার্থীরা।
- আপডেট সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বছরের প্রথমদিন বিনামূল্যে সরকারি নতুন বই পেয়েছে উপজেলার শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।
গতকাল সোমবার নন্দীগ্রাম ভাটরা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা এবং কেজি স্কুলে নতুন বই বিতরণ করেন, বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ মোরশেদুল বারী চেয়ারম্যান ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ,সভাপতি ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এদিন উপজেলার কুমিরা পন্ডিত পুকুর হাই স্কুল, শশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয়, নতুন কুডি মডেল কেজি স্কুল, আঁচলতা সম্মিলিত সিনিয়র দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের উদ্বোধন করেন ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোরশেদুল বাড়ী। বিভিন্ন বিদ্যালয়ে বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়েছে।এবং আনন্দ প্রকাশ করেছেন।