তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার-ফেনী।
ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ পরমেশ চন্দ্র দাশ এর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন এর অংশ হিসাবে অদ্য ১১/৯/২৪ ইং তারিখে কলেজের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং কলেজ রোড হয়ে ফাজিলপুর বাজার পদক্ষীণ করে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য যে কলেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি স্বজনপ্রীতি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্র ছাত্রীরা গত ১১ই আগষ্ট ২০২৪ থেকে আন্দোলন চালিয়ে আসছে। তবে কলেজের অধ্যক্ষ অনেকটা আত্মগোপনে আছেন বলে জানা গেছে। তিনি বিভিন্ন ব্যাক্তি ও মহলে দেন-দরবার করছেন স্ব-পদে পুনঃ বহালের জন্য। কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে গত ১২/৮/২৪ইং তারিখে UNO জনাব মোঃ নাজমুল হাসান ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-গোলাম মোস্তফা (আহবায়ক), উপজেলা শিক্ষা অফিসার -নাজমা বেগম (সদস্য), উপজেলা একাডেমিক সুপার ভাইজার-কামরুন নাহার (সদস্য)। তদন্ত কাজ ৭ দিনে শেষ হলেও রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। কি অগ্যাত কারনে তদন্ত কমিটি রিপোর্ট দিতে দেরী করছে তা বোধগম্য নয়।