ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

ফেনী মডেল থানার চাঞ্চল্যকর মামলার ৬ আসামী গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার।

তমিজ উদ্দিন চৌধুরী
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার, ফেনী।

চোরাইকৃত ১৫ (পনের) ভরি ০৩ (তিন) রতি বিভিন্ন আইটেমের স্বর্ণালংকার ও ৮,০০,০০/- (আট লক্ষ) টাকা উদ্ধার এবং ০৬ জন আসামী গ্রেফতার।

সূত্রঃ ফেনী মডেল থানার মামলা নং-২৩/২৪, মামলার তাং-১১/০১/২০২৪ইং।

সূত্রে বর্ণিত মামলার বাদী ফেনী জেলাধীন সদর থানার ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠান বিগত ১১ মাস হতে পরিচালনা করিয়া আসিতেছেন। বর্ণিত আলাদিন জুয়েলার্স প্রতিদিনের ন্যায় বিগত ১১/০১/২৪ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় খুলিয়া দুপুর ০২:০০ ঘটিকার সময় দুপুরের খাওয়ার জন্য দোকানের থাই গ্লাস টেনে তালাবদ্ধ করে শার্টার বন্ধ করত: দুটি তালা লাগাইয়া দোকান বন্ধ করিয়া বাজার হতে বাড়িতে চলিয়া যান। একই তারিখে বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় পুনরায় দোকানে এসে দেখতে পান যে বাম পাশ্বের শাটার
সামান্য খোলা এবং তালা লাগানো নাই। থাই গ্লাসের লক ভাঙ্গা এবং দোকানের ডিসপ্লেসহ শোকেসের ভিতরে রক্ষিত বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার সর্বমোট ৭৫ ভরি, যাহার সর্বমোট অনুমান মূল্য ৮২,৫০০০০/-(বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার) এবং নগদ ৩০,০০০ হাজার টাকা অজ্ঞাতনামা ৭/৮ জন চোরেরা ১১/০১/২৪ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকা হতে বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় বর্ণিত স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

সূত্রোক্ত মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ, ফেনী ঘটনাসমূহকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে মডার্স অপারেন্ডির ধরন বিবেচনায় নিয়ে এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করিয়া দেখা যায় যে, ঘটনার সহিত জড়িত সন্দেহে আন্তঃজেলা স্বর্ণের দোকান চোর চক্রের সদস্যদের গ্রেফতার এবং চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারের নিমিত্তে পুলিশ সুপার, ফেনী এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চোরদের কে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক ঘটনার সহিত জড়িত চোরদের মধ্য হতে আসামী ১। মোঃ আলাউদ্দিন (৩০), ২। মোঃ ফরহাদ(৩৯), ৩। মোঃ বাদশা চৌধুরী (২৩), ৪। মোঃ সজিব প্রকাশ সুমন প্রকাশ শুক্কুর (২৬), ৫। মোঃ মিজান (২৮), ৬। মোঃ শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২)দেরকে গত ২১/০১/২০২৪ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ রেজওয়ানুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিএমপি, চট্টগ্রাম, কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকা হইতে গ্রেফতার পূর্বক আসামীদের হেফাজত হইতে চোরাইকৃত ১১ (এগার) ভরি ০৪ (চার) আনা বিভিন্ন আইটেমের স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রিত নগদ ১,০৮,৫০০/- (এক লক্ষ আট হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে। পরবর্তীতে ধৃত আসামী ০১। মোঃ বাদশা চৌধুরী, ০২। মোঃ মিজান, ০৩। মোঃ শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২)দের বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক পুলিশ হেফাজতে আনিয়া নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে আসামীর বাদশা’র শ্বশুর বাড়ী হইতে চোরাই স্বর্ন বিক্রিলব্ধ নগদ ৮,০০,০০০/- টাকা এবং আসামীদের দেওয়া তথ্য মতে খোকন চন্দ্র দাস (৩১), পিতা-নেপাল চন্দ্র দাস, মাতা-দিশানী রানী দাস, সাং-কাশিপুর (জেলে পাড়া), থানা-হোমনা, জেলা-কুমিল্লা এর মালিকানাধীন মমতা স্বর্ন শিল্পালয়, হাজী জুনুর আলী প্লাজা এর নীচ তলা, থানা-হোমনা, জেলা-কুমিল্লা এর দোকান হইতে চোরাইকৃত ১৫ (পনের) ভরি ০৩ (তিন) রতি স্বর্নালংকার উদ্ধার পূর্বক মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ রেজওয়ানুল ইসলাম জব্দ করেন। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী ১. আলা উদ্দিন ২. ফরহাদ হোসেন ৩. সুমন প্রকাশ শুক্কুর বিজ্ঞ আদালতে চুরি দায় স্বীকার করি স্বীকারোক্তি প্রদান করে।

ট্যাগস :
Translate »

ফেনী মডেল থানার চাঞ্চল্যকর মামলার ৬ আসামী গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার।

আপডেট সময় : ০৫:৫৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার, ফেনী।

চোরাইকৃত ১৫ (পনের) ভরি ০৩ (তিন) রতি বিভিন্ন আইটেমের স্বর্ণালংকার ও ৮,০০,০০/- (আট লক্ষ) টাকা উদ্ধার এবং ০৬ জন আসামী গ্রেফতার।

সূত্রঃ ফেনী মডেল থানার মামলা নং-২৩/২৪, মামলার তাং-১১/০১/২০২৪ইং।

সূত্রে বর্ণিত মামলার বাদী ফেনী জেলাধীন সদর থানার ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠান বিগত ১১ মাস হতে পরিচালনা করিয়া আসিতেছেন। বর্ণিত আলাদিন জুয়েলার্স প্রতিদিনের ন্যায় বিগত ১১/০১/২৪ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় খুলিয়া দুপুর ০২:০০ ঘটিকার সময় দুপুরের খাওয়ার জন্য দোকানের থাই গ্লাস টেনে তালাবদ্ধ করে শার্টার বন্ধ করত: দুটি তালা লাগাইয়া দোকান বন্ধ করিয়া বাজার হতে বাড়িতে চলিয়া যান। একই তারিখে বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় পুনরায় দোকানে এসে দেখতে পান যে বাম পাশ্বের শাটার
সামান্য খোলা এবং তালা লাগানো নাই। থাই গ্লাসের লক ভাঙ্গা এবং দোকানের ডিসপ্লেসহ শোকেসের ভিতরে রক্ষিত বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার সর্বমোট ৭৫ ভরি, যাহার সর্বমোট অনুমান মূল্য ৮২,৫০০০০/-(বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার) এবং নগদ ৩০,০০০ হাজার টাকা অজ্ঞাতনামা ৭/৮ জন চোরেরা ১১/০১/২৪ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকা হতে বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় বর্ণিত স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

সূত্রোক্ত মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ, ফেনী ঘটনাসমূহকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে মডার্স অপারেন্ডির ধরন বিবেচনায় নিয়ে এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করিয়া দেখা যায় যে, ঘটনার সহিত জড়িত সন্দেহে আন্তঃজেলা স্বর্ণের দোকান চোর চক্রের সদস্যদের গ্রেফতার এবং চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারের নিমিত্তে পুলিশ সুপার, ফেনী এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চোরদের কে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক ঘটনার সহিত জড়িত চোরদের মধ্য হতে আসামী ১। মোঃ আলাউদ্দিন (৩০), ২। মোঃ ফরহাদ(৩৯), ৩। মোঃ বাদশা চৌধুরী (২৩), ৪। মোঃ সজিব প্রকাশ সুমন প্রকাশ শুক্কুর (২৬), ৫। মোঃ মিজান (২৮), ৬। মোঃ শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২)দেরকে গত ২১/০১/২০২৪ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ রেজওয়ানুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিএমপি, চট্টগ্রাম, কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকা হইতে গ্রেফতার পূর্বক আসামীদের হেফাজত হইতে চোরাইকৃত ১১ (এগার) ভরি ০৪ (চার) আনা বিভিন্ন আইটেমের স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রিত নগদ ১,০৮,৫০০/- (এক লক্ষ আট হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে। পরবর্তীতে ধৃত আসামী ০১। মোঃ বাদশা চৌধুরী, ০২। মোঃ মিজান, ০৩। মোঃ শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২)দের বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক পুলিশ হেফাজতে আনিয়া নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে আসামীর বাদশা’র শ্বশুর বাড়ী হইতে চোরাই স্বর্ন বিক্রিলব্ধ নগদ ৮,০০,০০০/- টাকা এবং আসামীদের দেওয়া তথ্য মতে খোকন চন্দ্র দাস (৩১), পিতা-নেপাল চন্দ্র দাস, মাতা-দিশানী রানী দাস, সাং-কাশিপুর (জেলে পাড়া), থানা-হোমনা, জেলা-কুমিল্লা এর মালিকানাধীন মমতা স্বর্ন শিল্পালয়, হাজী জুনুর আলী প্লাজা এর নীচ তলা, থানা-হোমনা, জেলা-কুমিল্লা এর দোকান হইতে চোরাইকৃত ১৫ (পনের) ভরি ০৩ (তিন) রতি স্বর্নালংকার উদ্ধার পূর্বক মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ রেজওয়ানুল ইসলাম জব্দ করেন। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী ১. আলা উদ্দিন ২. ফরহাদ হোসেন ৩. সুমন প্রকাশ শুক্কুর বিজ্ঞ আদালতে চুরি দায় স্বীকার করি স্বীকারোক্তি প্রদান করে।