ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরন ২০২৩
- আপডেট সময় : ১০:২৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার-ফেনী।
ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০২/১১/২০২৪ ইং রোজ শনিবার “জেলা শিল্পকলা একাডেমী- ফেনী’তে অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলায় দক্ষিণ পূর্ব অঞ্চলে সর্বোচ্চ বৃত্তি লাভ করে “উত্তর ফাজিলপুর লস্কর তালুক নূরানী তালীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে অংশ গ্রহন করে এই মাদ্রাসা ৪ জন ট্যালেন্টপুল সহ মোট ২৩ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করে। এই কেন্দ্রে মোট ৪টি মাদ্রাসা থেকে ২৯ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করে। উত্তর ফাজিলপুর লস্কর তালুক নূরানী মাদ্রাসা ৪ জন ট্যালেন্টপুল ও ১৯ জন সাধারণ সহ মোট ২৩জন, শিবপুর উম্মুল মুমিনীন মহিলা দাখিল মাদ্রাসা ৩ জন সাধারণ, ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ২ জন সাধারণ, সওদাগর বাজার ইবতেদায়ী মাদ্রাসা ১ জন সাধারণ বৃত্তি লাভ করে। অভিনন্দন ও শুভকামনা উত্তর ফাজিলপুর লস্কর তালুক নূরানী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।