ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিসিএস আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত Logo ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক সমিতির সভাপতি-রাব্বানী ,সম্পাদক-আমির হোসেন। Logo ঢাকায় শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লক্ষীপুরে শিক্ষকদের মানববন্ধন Logo ময়মনসিংহ টু ত্রিশাল অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট… Logo শ্রেণি পাঠদানে প্রাথমিক শিক্ষায় পাঠ পরিকল্পনার অপরিহার্যতা Logo বাগমারায় শাহ সিমেন্টের পক্ষ থেকে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্পর্কের গুরুত্ব Logo শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo হারিয়ে যাওয়া শিশু সাদিককে পাঠানো হচ্ছে রাজশাহী বেবী হোমে  Logo শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

ফেনীর ফাজিলপুরে (আলীনগর) সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪ জন।

তমিজ উদ্দিন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার-ফেনী।
  • আপডেট সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী,
ষ্টাফ রিপোর্টার-ফেনী।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, আজ ফেনীর ফাজিলপুরের (আলী নগর) দূর্ঘটনা আবার মনে করিয়ে দিলো। গত দুই মাসের মধ্যে খাইয়ারা থেকে পূবালী মুহুরী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার জায়গায় ৪টি দূর্ঘটনা। প্রতিটি দূর্ঘটনার পেছনে দায়ী সড়ক পারাপার। অতিব্যাস্ত এলাকায় বাজার,স্কুল,কলেজ,মাদ্রাসা, রেলওয়ে ষ্টেশন,ব্যাংক,বীমা, পোষ্ট অফিস, এন জি ও সহ নানান প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয়, ঝুঁকি নিয়ে পার হতে হয় ব্যস্ততম মহাসড়কের এক পাড় হতে অন্যপাড়। ফেনী-বটতলী ও ফেনী-ভূঁঞার হাট রুটের শত শত গাড়ি, মটর সাইকেল, সিএনজি অনুমতিহীন ভাবে ডিভাইডার ক্রস করে ফেনী যাতায়াত করতে হয়। ডিভাইডার এর মাঝ খানে গাড়ী দাঁড় করালে সামনে-পিছে পর্যাপ্ত জায়গা থাকেনা। ফলে কখনো সামনের গাড়ী আঘাত করে, আবার কখনো পেছনের গাড়ী আঘাত করে। আজ ও তার ব্যাতিক্রম হয়নি। ফাজিলপুর থেকে ফেনী শহুর মুখী ফেনী ভূঁঞার হাট মালিক সমিতির নিয়ন্ত্রাধীন কোষ্টার নং “ফেনী-ছ ১১-০৩৯৪” ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর কলেজ রোড (আলীনগর) নামক স্থানে ইউ টার্ন নিতে গেলে অজ্ঞাত নামা গাড়ীর সাথে সংঘর্ষ হয়। কোটার টি রাস্তার মধ্যেই উল্টে যায়। অজ্ঞাত নামা গাড়ীর আঘাতে গাড়ীর মালিক (ড্রাইভার) ঘটনাস্থলে নিহত হয়। নিহত ড্রাইভার ছাড়া ও ৪ জন যাত্রী মারাত্বক ভাবে আহত হয়। তাদের ফেনীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে উদ্ধারকারী স্থানীয় জনগন। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। গাড়ীর মালিক নিজেই তার গাড়ী চালাতেন, তার নাম মোঃ নুরুল আফছার। ঠিকানা-ফয়েজ কামলা বাড়ী, সওদাগর বাজার, শিবপুর । সড়ক বিভাগ, প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন এই অঞ্চলের সড়ক দূর্ঘটনা রোধে পরীক্ষা-নীরিক্ষা করত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন। তাইলেই হয়তো কমবে এমন দূর্ঘটনা, কমবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল।

ট্যাগস :
Translate »

ফেনীর ফাজিলপুরে (আলীনগর) সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪ জন।

আপডেট সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

তমিজ উদ্দিন চৌধুরী,
ষ্টাফ রিপোর্টার-ফেনী।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, আজ ফেনীর ফাজিলপুরের (আলী নগর) দূর্ঘটনা আবার মনে করিয়ে দিলো। গত দুই মাসের মধ্যে খাইয়ারা থেকে পূবালী মুহুরী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার জায়গায় ৪টি দূর্ঘটনা। প্রতিটি দূর্ঘটনার পেছনে দায়ী সড়ক পারাপার। অতিব্যাস্ত এলাকায় বাজার,স্কুল,কলেজ,মাদ্রাসা, রেলওয়ে ষ্টেশন,ব্যাংক,বীমা, পোষ্ট অফিস, এন জি ও সহ নানান প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয়, ঝুঁকি নিয়ে পার হতে হয় ব্যস্ততম মহাসড়কের এক পাড় হতে অন্যপাড়। ফেনী-বটতলী ও ফেনী-ভূঁঞার হাট রুটের শত শত গাড়ি, মটর সাইকেল, সিএনজি অনুমতিহীন ভাবে ডিভাইডার ক্রস করে ফেনী যাতায়াত করতে হয়। ডিভাইডার এর মাঝ খানে গাড়ী দাঁড় করালে সামনে-পিছে পর্যাপ্ত জায়গা থাকেনা। ফলে কখনো সামনের গাড়ী আঘাত করে, আবার কখনো পেছনের গাড়ী আঘাত করে। আজ ও তার ব্যাতিক্রম হয়নি। ফাজিলপুর থেকে ফেনী শহুর মুখী ফেনী ভূঁঞার হাট মালিক সমিতির নিয়ন্ত্রাধীন কোষ্টার নং “ফেনী-ছ ১১-০৩৯৪” ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর কলেজ রোড (আলীনগর) নামক স্থানে ইউ টার্ন নিতে গেলে অজ্ঞাত নামা গাড়ীর সাথে সংঘর্ষ হয়। কোটার টি রাস্তার মধ্যেই উল্টে যায়। অজ্ঞাত নামা গাড়ীর আঘাতে গাড়ীর মালিক (ড্রাইভার) ঘটনাস্থলে নিহত হয়। নিহত ড্রাইভার ছাড়া ও ৪ জন যাত্রী মারাত্বক ভাবে আহত হয়। তাদের ফেনীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে উদ্ধারকারী স্থানীয় জনগন। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। গাড়ীর মালিক নিজেই তার গাড়ী চালাতেন, তার নাম মোঃ নুরুল আফছার। ঠিকানা-ফয়েজ কামলা বাড়ী, সওদাগর বাজার, শিবপুর । সড়ক বিভাগ, প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন এই অঞ্চলের সড়ক দূর্ঘটনা রোধে পরীক্ষা-নীরিক্ষা করত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন। তাইলেই হয়তো কমবে এমন দূর্ঘটনা, কমবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল।