ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গৃহস্থের বাড়িতে আগুন, গবাদি পশু পুড়ে ছাই  Logo নতুন ভোটার নিবন্ধন করতে আসা মানুষদের মাঝে জামায়াতের খাবার পানি ও ওষুধ বিতরণ Logo এমপি হই বা না হই আমি মানুষের জন্য কাজ করে যাবো-বোয়াল খালিতে-মোস্তাক আহমেদ Logo বিরামপুরে শাইখ স্পোর্টস বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে সিজন -৮ এর শুভউদ্বোধন Logo ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে ৯০’র দশকের প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী প্রীতি ফুটবল ম্যাচ Logo শেরপুর জমি নিয়ে ভাই বোনের মারামারিতে বড় ভাইরে ৬০ বছরের বৃদ্ধর মৃত্যু Logo চট্টগ্রাম লোহাগাড়াতে মাহক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত  Logo খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: লক্ষীপুরে এ্যানি চৌধুরী Logo আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: লক্ষীপুরে তথ্য উপদেষ্টা

প্রতিবন্ধী ইমন কে হুইল চেয়ার উপহার দিলেন সাঈদ আনোয়ার

মামুন হাসান
  • আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৫০৬ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী ইমন সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও ফেসবুকে এক প্রতিবন্ধীর খবর দেখতে পেয়ে ইমনের দিকে সহায়তার হাত বাড়ান জনাব মোঃ সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক- ১ নং ওয়ার্ড, ২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ।এ সময় জনাব মোঃ সাঈদ আনোয়ার বলেন-আমি বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি আমার মানবিক দিক থেকে ইমনকে হুইল চেয়ার দেয়ার ইচ্ছে পোষণ করি। এবং সমাজের বৃত্তবান ও প্রবাসী ভাইদের ইমনের পাশে দাড়ানোর অনুরোধ করি।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিক ইসলাম (স্বপন) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ।জনাব মোঃ আবুল হাসেম, যুগ্ন সাধারণ- সম্পাদক : ১ নং ওয়ার্ড, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ। সাংবাদিক মোঃ মামুন হাসান, সোহেল রানা ও মোঃ সায়মন আহম্মেদ (রনি)সহ-সভাপতি ২ নং ইউনিয়ন ছাত্রলীগ ।

উল্লেথ্য থাকে যে, গাজীপুর জেলা, শ্রীপর উপলোর ২ নং গাজীপুর ইউনিয়ন। বাঁশবাড়ী ০১নং ওয়ার্ডের বাসিন্দা ।মোঃ জামাল ফকিরের ছেলে-ইমন (প্রতিবন্ধী)জানা যায় দশ মাস আগে মোঃ জামাল ফকিরের প্রতিবন্ধী ছেলে মোঃ ইমন সালদহ নদীর ব্রীজপাড় থেকে জৈনা আঞ্চলিক  রাস্তায় এক মটরসাইকেল তার উপর দিয়ে চালিয়ে দেয়।

মোঃ জামাল ফকির (৫০) ছেলে মেয়ে সহ তার পরিবারে সদস্য-৬ জন (১০মাস)যাবৎ পুঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছেন তার প্রতিবন্ধী ছেলে ইমন । চিকিৎসা করেই বাবা তার টাকা পয়সা যা ছিলো শেষ করে ফেলে এখন তার চিকিৎসা অনেকটাই থেমে গেছে টাকার অভাবে।

ইমনের বাবা জামাল ফকির বলে অনেকেই তো অনেক ভাবে টাকা খরচ করেন যদি আপনাদের হৃদয়ে একটুও সহানুভূতির মায়া থাকে তাহলে অবশ্যই একটু খুজ খবর নিবেন এবং আজকে সাঈদ আনোয়র মত আপনারাও আমার পরিবারের পাশে দাড়াবেন।

 

যোগাযোগ নাম্বার :০১৭৫৭৯৩৯৭২০ (ইমনের বাবা)

:০১৬২২৬৬৭০৬৯ (বিকাশ)

ট্যাগস :
Translate »

প্রতিবন্ধী ইমন কে হুইল চেয়ার উপহার দিলেন সাঈদ আনোয়ার

আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

প্রতিবন্ধী ইমন সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও ফেসবুকে এক প্রতিবন্ধীর খবর দেখতে পেয়ে ইমনের দিকে সহায়তার হাত বাড়ান জনাব মোঃ সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক- ১ নং ওয়ার্ড, ২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ।এ সময় জনাব মোঃ সাঈদ আনোয়ার বলেন-আমি বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি আমার মানবিক দিক থেকে ইমনকে হুইল চেয়ার দেয়ার ইচ্ছে পোষণ করি। এবং সমাজের বৃত্তবান ও প্রবাসী ভাইদের ইমনের পাশে দাড়ানোর অনুরোধ করি।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিক ইসলাম (স্বপন) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ।জনাব মোঃ আবুল হাসেম, যুগ্ন সাধারণ- সম্পাদক : ১ নং ওয়ার্ড, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ। সাংবাদিক মোঃ মামুন হাসান, সোহেল রানা ও মোঃ সায়মন আহম্মেদ (রনি)সহ-সভাপতি ২ নং ইউনিয়ন ছাত্রলীগ ।

উল্লেথ্য থাকে যে, গাজীপুর জেলা, শ্রীপর উপলোর ২ নং গাজীপুর ইউনিয়ন। বাঁশবাড়ী ০১নং ওয়ার্ডের বাসিন্দা ।মোঃ জামাল ফকিরের ছেলে-ইমন (প্রতিবন্ধী)জানা যায় দশ মাস আগে মোঃ জামাল ফকিরের প্রতিবন্ধী ছেলে মোঃ ইমন সালদহ নদীর ব্রীজপাড় থেকে জৈনা আঞ্চলিক  রাস্তায় এক মটরসাইকেল তার উপর দিয়ে চালিয়ে দেয়।

মোঃ জামাল ফকির (৫০) ছেলে মেয়ে সহ তার পরিবারে সদস্য-৬ জন (১০মাস)যাবৎ পুঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছেন তার প্রতিবন্ধী ছেলে ইমন । চিকিৎসা করেই বাবা তার টাকা পয়সা যা ছিলো শেষ করে ফেলে এখন তার চিকিৎসা অনেকটাই থেমে গেছে টাকার অভাবে।

ইমনের বাবা জামাল ফকির বলে অনেকেই তো অনেক ভাবে টাকা খরচ করেন যদি আপনাদের হৃদয়ে একটুও সহানুভূতির মায়া থাকে তাহলে অবশ্যই একটু খুজ খবর নিবেন এবং আজকে সাঈদ আনোয়র মত আপনারাও আমার পরিবারের পাশে দাড়াবেন।

 

যোগাযোগ নাম্বার :০১৭৫৭৯৩৯৭২০ (ইমনের বাবা)

:০১৬২২৬৬৭০৬৯ (বিকাশ)