ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পল্টনে মহাসমাবেশ সফল করার লক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা। Logo ।।ভক্ত আশেকানদের জন্য উন্মুক্ত করা হলো ফটিকছড়ির বাবা ভান্ডারীর রওজা।। Logo কালিয়াকৈরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত Logo লক্ষীপুরের রায়পুরে প্রাক্তন ছাত্র ও বন্ধু মহলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক কৃষকের মাঝে ধানের চারা বিতরন Logo চট্টগ্রাম বোয়াল খালির হোরার বাগ গ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল সম্পন্ন Logo লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার Logo নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন Logo গফরগাঁও য়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। Logo লক্ষীপুরের রায়পুরে সরকারি খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা Logo বাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন 

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

সজিব হোসেন: (পাবনা প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদুল আজহা মানে কোরবানি দেওয়ার আনন্দ তারি ধারাবাহিকতায় বিভিন্ন হাটে,খামারে এবং বাসা বাড়িতে ব্যস্ততম সময় পার করছে কোরবানির পশু প্রস্তুত করার জন্য বেপারী এবং গিরিছতরা। (সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখছেন বিস্তারিত)
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,চর খোঁকড়া গ্রামে এবারের কোরবানির ঈদে কোরবানির জন্য প্রস্তুত করেছেন বিশাল আকৃতির গরু। শখের পোষা এই গরুকে সবাই (লাল মিয়া) বলেও চিনে ।চর খোঁকড়া গ্রামের মৃত মোঃ নরুল হক দেওয়ানের ছেলে মো:জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর ধরে এই গরুকে (লাল মিয়াকে) লালন পালন করেন।
জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর আগে গরুটি কিনেছিলো জাতে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করতে পারে। বর্তমানে লাল মিয়ার (দুই দাত) এবং প্রায় ১০ ফুট লম্বা।বিশাল আকৃতির প্রায় ১০ ফুট লম্বা এই লাল মিয়ার ওজন প্রায় ১২ থেকে ১৩ মন মাংস বললে জানান গরুটির মালিক জাহাঙ্গীর দেওয়ান।শখের পোষা (লাল মিয়ার) দাম চান ৫,০০,০০০ (পাঁচ লক্ষ্য) টাকা। (যোগাযোগ জাহাঙ্গীর 0 1719-769856)
জাহাঙ্গীর দেওয়ান বলেন,আমি সুষ্ঠ ভালো মানের খাবার খাওয়াই। বিভিন্ন জায়গায় থেকে ক্রেতারা দেখতে ভির করছে আমার বাড়িতে । তবে দামও বলছেন ক্রেতারা।ঈদের আরো কিছুদিন বাকি আছে এর মধ্যে লাল মিয়া কম বেশি দামে বিক্রি হয়ে যাবে বলে আশা করছি।

ট্যাগস :
Translate »

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

আপডেট সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

পাবনায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির লাল মিয়াকে

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদুল আজহা মানে কোরবানি দেওয়ার আনন্দ তারি ধারাবাহিকতায় বিভিন্ন হাটে,খামারে এবং বাসা বাড়িতে ব্যস্ততম সময় পার করছে কোরবানির পশু প্রস্তুত করার জন্য বেপারী এবং গিরিছতরা। (সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখছেন বিস্তারিত)
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,চর খোঁকড়া গ্রামে এবারের কোরবানির ঈদে কোরবানির জন্য প্রস্তুত করেছেন বিশাল আকৃতির গরু। শখের পোষা এই গরুকে সবাই (লাল মিয়া) বলেও চিনে ।চর খোঁকড়া গ্রামের মৃত মোঃ নরুল হক দেওয়ানের ছেলে মো:জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর ধরে এই গরুকে (লাল মিয়াকে) লালন পালন করেন।
জাহাঙ্গীর দেওয়ান ২(দুই) বছর আগে গরুটি কিনেছিলো জাতে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করতে পারে। বর্তমানে লাল মিয়ার (দুই দাত) এবং প্রায় ১০ ফুট লম্বা।বিশাল আকৃতির প্রায় ১০ ফুট লম্বা এই লাল মিয়ার ওজন প্রায় ১২ থেকে ১৩ মন মাংস বললে জানান গরুটির মালিক জাহাঙ্গীর দেওয়ান।শখের পোষা (লাল মিয়ার) দাম চান ৫,০০,০০০ (পাঁচ লক্ষ্য) টাকা। (যোগাযোগ জাহাঙ্গীর 0 1719-769856)
জাহাঙ্গীর দেওয়ান বলেন,আমি সুষ্ঠ ভালো মানের খাবার খাওয়াই। বিভিন্ন জায়গায় থেকে ক্রেতারা দেখতে ভির করছে আমার বাড়িতে । তবে দামও বলছেন ক্রেতারা।ঈদের আরো কিছুদিন বাকি আছে এর মধ্যে লাল মিয়া কম বেশি দামে বিক্রি হয়ে যাবে বলে আশা করছি।