পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেনের গণসংযোগ
- আপডেট সময় : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন গণসংযোগ করছেন। তিনি বিগত দিনে পশ্চিম চর উমেদ ইউনিয়নের জনগণের পাশে থেকে সেবা করে মানুষের মন জয় করেছেন। বিপদে আপদে মানুষের ডাকে সাড়া দিয়ে আস্থা অর্জন করেছেন। সততা ও নিষ্ঠার সাথে সুনামের সহিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জনগণের দোয়া ও সমর্থন চাইলেন।
চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন বলেন, আমি বিগত দিনে পশ্চিম চর উমেদ ইউনিয়নে জনগণের পাশে থেকে সেবা করে আসছি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। দীর্ঘদিন এ ইউনিয়নের ভোট না হওয়ার কারণে জনগণ বঞ্চিত হচ্ছে। দীর্ঘ চেষ্টার পরে এবার ভোট এসেছে এবং মানুষের আনন্দ বেড়েছে। আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সম্মান রক্ষা করে এলাকার উন্নয়ন কাজে আপনাদের মতামত নিয়ে এগিয়ে যাব। সুষ্ঠু সুন্দর সমাজ গঠনের জন্য আপনারা যেভাবে পরামর্শ দিবেন সেভাবেই কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করি।