পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে উৎসাহ দান সভা ও বিজয়া সম্মেলন হল কলকাতা ভবানী ভবনে –
- আপডেট সময় : ০১:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বেবি চক্রবর্তী: কলকাতা :– মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ও পুলিশ ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল এবং সি.আই.ডি ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার শাখার পরিচালনায় ভবানী ভবনে বিজয়া সম্মিলনী এবং কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দান সভা দ্বিতীয় বর্ষ অনুষ্ঠিত হলো। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অজয় কুমার, আই.পি.এস, এ.ডি.জি অ্যান্ড আই.জি.পি ( হেডকোয়ার্টার ) শ্রীমতি কৃষ্ণকলি লাহিড়ী, আই.পি.এস, ডি.আই.জি ( পি এন্ড ডাব্লিউ ), শ্রী অরিন্দম দত্ত চৌধুরী, আই.পি.এস, ডি.আই.জি ( অ্যাডমিনিস্ট্রেশন) কঙ্কন প্রসাদ বাড়ুই, আই.পি.এস, ডি.আই.জি, টেলিকমিউনিকেশন,পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি,শ্রী বিজিতাশ্ব রাউৎ, কনভেনার, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি, শ্রী রুহুল আমিন আলী শাহ,পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ,ও
পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিভিন্ন শাখার কর্মকর্তা ও সাধারণ সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ পর্ষদের কেন্দ্রীয় কর্মকর্তা বৃন্দ, পুলিশ পরিবারের বিভিন্ন সদস্য এবং পুলিশ পরিবারের কৃতী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের প্রথমে সংবর্ধনা দেওয়া হয় তারপর গান কবিতা অনুষ্ঠিত হয় এরপর সকলে বক্তব্য রাখে এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে বিজয় সম্মেলনের সমাপ্তি হয়।