পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম
- আপডেট সময় : ০৮:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার:
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ও পরিষদের সদস্যদের রেজুলেশন এর উল্লেখিত সমর্থনে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম। অভিযোগের ভিক্তিতে ও ইউপি সদস্যদের প্রস্তাবনায় গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ে এক আলোচনায় জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতৃবৃন্দের অংশ গ্রহনে মহদীপুর ইউপি সদস্যদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্যদের সমর্থনপ্রাপ্ত আজাদুল ইসলাম কে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আব্দুল জোব্বার প্রধান জানান, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউপি সদস্যদের প্রস্তাবনায় রেজুলেশন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে আর কোন বাধা না থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করে পরিষদ পরিচালনা করবেন আজাদুল ইসলাম। গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগ চিঠি হাতে পাওয়ার পর হতে আজাদুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত পালন করবেন।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ইউনিয়ন পরিষদ অনুযায়ী ইউপি সদস্যদের সমর্থনে আদায়কারী ব্যক্তি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। এটি ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, এখানে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কিছু করার নেই বা কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ আইনে সব উল্লেখ্য করা রয়েছে। এ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত কর্মী রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবকে ঘিরে ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ীতে জামায়াত ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশকয়েকজন জামায়াত বিএনপির নেতাকর্মী আহত হয়। এঘটনায় বিএনপি নেতাকর্মীদের বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করা। এর আগে করা ১৯ নভেম্বর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবে ভিক্তিতে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী বিএনপি নেতা ইউপি সদস্য আজাদুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বপালন করবেন।