নড়াইল পুলিশের অভিযানে নিখোঁজ মা ও মেয়ে উদ্ধার
- আপডেট সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
উজ্জ্বল রায়, প্রতিনিধি
নড়াইল পুলিশের অভিযানে নিখোঁজ মা ও মেয়ে উদ্ধার।
(৬ আগস্ট) লোহাগড়া থানাধীন নলদী নকখালি বাজার হতে মোছাঃ মৌসুমী(২৮) নামের একজন নারী তার ৯ বছরের একটি মেয়েসহ নিখোঁজ হয়। মোছাঃ মৌসুমী(২৮) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নের নহাটা গ্রামের মোঃ নূর ইসলামের মেয়ে। মেয়েটির বাবা সহ আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করতে থাকে। পরিবার ও আত্মীয়-স্বজন কোথাও খুঁজে না পেয়ে লোহাগড়া থানা পুলিশের শরণাপন্ন হন। এ সংক্রান্তে লোহাগড়া থানায় গত (২৮ ডিসেম্বর) মৌসুমীর বাবা মোঃ নূর ইসলাম একটি নিখোঁজ জিডি করেন। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশক্রমে ভিকটিম উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৯ ডিসেম্বর) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়-এর তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্প ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর যৌথ অভিযানে এসআই শেখ মোঃ মোরসালিন, এসআই মোঃ ফিরোজ আহমেদ, এএসআই মোঃ মোক্তার হোসেন, এএসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোছাঃ মৌসুমী( ২৮) ও তার ৯ বছরের মেয়ে মারিয়াকে সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে। (২৯ ডিসেম্বর) রাতে মোছাঃ মৌসুমী ও তার ৯ বছরের মেয়েকে মৌসুমীর বাবা মোঃ নূর ইসলামের নিকট বুঝিয়ে দেওয়া হয়। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।