নড়াইল জেলা পুলিশের শীতকালীন খেলাধুলার উদ্বোধন করেন এসপি মেহেদী হাসান
- আপডেট সময় : ০১:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
উজ্জ্বল রায়
জেলা (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল জেলা পুলিশের শীতকালীন খেলাধুলার
শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় পুলিশ লাইনস ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই।
প্রতিদিনের কর্মব্যস্তময় জীবনে একটু সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চা মানুষের শরীর, মন ও ব্রেনকে সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি খেলাধুলা আমাদের শিখায়।
মাদকসহ যেকোন খারাপ নেশা থেকে পুলিশ সদস্যদের বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন।
পুলিশ লাইন্স মাঠে ভলিবল, ফুটবল ও ক্রিকেট খেলতে সবাইকে আহ্বান করেন।
প্রতিটি পুলিশ সদস্য যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে সুস্থ শরীর ও মনের অধিকারী হতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।